বিজেপিতে যোগ দিচ্ছেন হরভজন সিং? খবর ছড়াতেই মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

বাংলা হান্ট ডেস্কঃ হরভজন সিং (Harbhajan Singh) ও যুবরাজ সিং এবার যোগ দিচ্ছেন বিজেপিতে (bjp)! এমন খবর বর্তমান সময়ে ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়। আর যা শুনে রীতিমত হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে ক্রিকেট দুনিয়ায়। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন ক্রিকেটার নিজেই।

বাংলায় একুশের নির্বাচনের প্রাক্কালে শোনা গিয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় যোগ দিতে চলেছেন বিজেপিতে। কিন্তু শেষমেশ দেখা যায়, বিজেপি তো দূরস্তর, কোন রাজনৈতিক দলের খাতায়ই নাম লেখাননি সৌরভ গঙ্গোপাধ্যায়।

harbhajanipl2021

তবে এবার শোনা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দুই শিষ্য তথা হরভজন সিং ও যুবরাজ সিং নাম লেখাতে চলেছেন গেরুয়া শিবিরে। সম্প্রতি ‘দিল্লী ক্রাউন’ নামে এক ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে এমনটা দাবি করা হয়। তাঁরা নাকি বিশ্বস্ত সূত্র মারফত জানতে পেরেছে, এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন হরভজন সিং ও যুবরাজ সিং।

এই পরিস্থিতিতে নিজেই মুখ খুললেন হরভজন সিং। তিনি জানালেন, ‘আমাকে নিয়ে বিজেপিতে যোগদানের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো। মিথ্যা খবর ছড়িয়েছে’।

এই ধরনের ঘটনা প্রথমবার নয়। এর আগেও বহু প্রাক্তন ক্রিকেটার নাম লিখিয়েছেন রাজনীতিতে। তার মধ্যে বিজেপির হাত ধরে রাজনীতি শুরু করেছিলেন নভজ্যোত সিং সিধু, কীর্তি আজাদকেও দেখা গিয়েছে গেরুয়া শিবিরের হয়ে মাঠে নামতে। আবার বাংলায় বিজেপির টিকিটে জয়লাভ করে বিধায়ক হয়েছেন অশোক দিন্দা। আবার কিছুদিন তৃণমূলের একজন সৈনিক হিসাবে ছিলেন লক্ষীরতন শুক্লাও।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর