খাওয়ার পর হাঁটতে বেরিয়ে আকস্মিক মৃত্যু, ভারতীয় স্পিনারের অকাল প্রয়াণে শোকে ক্রিকেট মহল

বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকদিন পরই বিসিসিআই-র (BCCI) ঘরোয়া খেলা শুরু হতে চলেছে। ২৮ ডিসেম্বর থেকে বীনু মাকড় ট্রফি শুরু হবে। আর তাঁর আগেই বাংলার প্রাক্তন স্পিনার তথা মিজোরামের অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ মুর্তাজা লোধগার (murtaza lodhgar) না ফেরার দেশে চলে গেলেন। উনি দলের সঙ্গে বিশাখাপত্তনমে ছিলেন। সেখানে শুক্রবার রাতে ডিনারের পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন।

৪৫ বছর বয়সী মুর্তাজা মিজোরাম টিমের সঙ্গে বিশাখাপত্তনমে ছিলে, সেখানে বীনু মাকড় লিগ খেলার জন্য প্রস্তুতি চলছিল। বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অভিষেক ডালমিয়া এই বিষয়ে জানান, ডিনারের পর পরই মুর্তাজা সবাইকে বিদায় জানিয়ে চলে যান।

অভিষেক জানান, মুর্তাজা ডিনারের পর ফিজিও থেরাপিস্টের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন। আর তখনই আচমকা ওনার বুকে ব্যথা শুরু হয় এবং তিনি রাস্তার মধ্যেই পড়ে যান। ফিজিও আর টিমের বাকি সদস্যরা সেখানে তৎক্ষণাৎ পোঁছান এবং ওনাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে মুর্তাজাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা।

বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওনার মরদেহ বাড়ি আনার প্রস্তুতি নিয়েছে। মিজোরামের কোচের পরিবার শনিবার ভাইজ্যাগের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বলে দিই, মুর্তাজা ৯টি রনজি ট্রফি ম্যাচ খেলেছিলেন। তিনি মোট ৩৪টি উইকেট নিয়েছিলেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর