প্রয়াত হলেন জাতীয় দল ও কলকাতার ৩ প্রধানের হয়ে খেলা ফুটবলার বাবু মানি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পরলোক গমন করলেন প্রাক্তন তারকা ভারতীয় ফুটবলার বাবু মানি। বেশ কয়েকদিন ধরেই লিভারের সমস্যা ভোগাচ্ছিল তাকে। কাল সব যন্ত্রণার অবসান হয়। তার চিকিৎসার জন্য তাকে কলকাতার একটি বেসরকারী হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। সেই হাসপাতালের বেডেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

ফুটবলাররা হিসাবে বাবু মানি তিন প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের হয়েই মাঠে নেমেছিলেন। তার প্রয়াণে শোকের ছায়া নেমেছে ময়দানে।

জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েও খেলেছিলেন এই ফুটবলার। ১৯৮৪ সালে এএফসি এশিয়ান কাপে ভারতের জার্সি গায়ে চাপিয়েছিলের এই ফরোয়ার্ড।

তার প্রয়াণে শোকপ্রকাশ করা হয়েছে মোহনবাগান ক্লাবের তরফ থেকে।  ইডেন গার্ডেন্সে আয়োজিত হওয়া শেষ ডার্বিতে তিনি গোল করে মোহনবাগানকে ম্যাচ জিতিয়েছিলেন। সেই স্মৃতি স্মরণ করেই তাকে সম্মান জানিয়েছে ক্লাবটি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর