উত্তর প্রদেশের জেলে পাঁচ বন্দি করোনা পজেটিভ! মোরাদাবাদে স্বাস্থকর্মীদের উপর হামলা অভিযুক্ত তাঁরা

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদের (Moradabad) নবাবপুরায় স্বাস্থকর্মী আর পুলিশ টিমের উপর পাথর ছুঁড়ে হামলা করা চার পাথরবাজ সমেত পাঁচ বন্দির মধ্যে করোনা পাওয়া গেছে। পঞ্চম অপরাধি দিল্লীর বাসিন্দা। জেলে করোনার রোগী পাওয়ার পর চাঞ্চল্য ছড়ায়। জেলে অতিরিক্ত সুরক্ষা প্রদানের সাথে সাথে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

moradabad

পাথরবাজদের মধ্যে করোনার লক্ষণ পাওয়ার পর গ্রেফতার করা পুলিশ টিমের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পাথরবাজদের গ্রেফতার করার সময় ১০০ এর বেশি পুলিশকর্মী আর স্বাস্থকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার মোরাদাবাদে করোনার সন্দিগ্ধদের কোয়ারেন্টাইনে পাঠাতে চিকিৎসকদের একটি দল পৌঁছায়। সেখানে মানুষরা চিকিৎসকদের দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে, আর তাঁরা অভিযোগ করে যে, কোয়ারেন্টাইনে খাওয়ার দেওয়া হয়না। চিকিৎসকরা হাজার বোঝানর পরেও ওঁরা বুঝতে চায়না।

এরপর ভিড় চিকিৎসকদের উপর হামলা করে এবং চিকিৎসক আর পুলিশকর্মীরা উপদ্রবিদের হামলায় আহত হন। এছাড়াও একটি অ্যাম্বুলেন্স সমেত দুটি পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উপদ্রবিরা। এই হামলায় এক ডাক্তার, স্বাস্থকর্মী সমেত ছয়জন আহত হন। এছাড়াও পুলিশ কর্মীরা আহত হন। ওই এলাকায় ফায়ারিং চলে বলেও খবর পাওয়া যায়।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) কড়া অ্যাকশন নিয়ে জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি পুলিশ এবং সরকারি সম্পত্তির ক্ষতি করার জন্য তাদের থেকে টাকা উসুল করা হবে। এরপর উত্তর প্রদেশ পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে ১৭ জনকে গ্রেফতার করে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর