সাধারণ মানুষের টাকা মেরে বিলাসবহুল ফ্ল্যাট! প্রতারণার মামলা দায়ের নুসরতের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্ক: বড়সড় প্রতারণার অভিযোগ তৃণমূলের (Trinamool Congress) সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে। প্রতারণা ব্যবসা থেকে সাধারণ মানুষের টাকায় নিজের ফ্ল্যাট কেনার মতো গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারীদের নিয়ে সোমবার সন্ধ্যায় ইডি দফতরে হানা দেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। 

নুসরতের বিরুদ্ধে অভিযোগটা ঠিক কী? 

জানা যাচ্ছে, মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে কো অপারেটিভ ভাবে ফ্ল্যাট কেনার চুক্তি হয়েছিল কয়েকজনের। চুক্তি অনুযায়ী ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে ওই সংস্থাকে ফ্ল্যাট কেনা বাবদ দিয়েছিলেন ৪২৯ জন। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তিন বছরের মধ্যেই রাজারহাট হিডকোর কাছে ফ্ল্যাট পাবেন তারা।

Fraud allegation against nusrat jahan

এই ঘটনা ২০১৪ সালের। ২০২৩ সাল চলে আসার পরেও তারা কেউ ফ্ল্যাট পাননি বলে অভিযোগ। এরপরেই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন তারা। কিন্তু সেখানেও কোনো লাভ পাননি অভিযোগকারীরা। শেষমেষ আদালতে গিয়েছেন তারা। এই প্রতারণা চক্রের সঙ্গে নুসরত কীভাবে জড়িত? অভিযোগ উঠেছে, অভিনেত্রী সাংসদ হলেন ওই সংস্থার অন্যতম ডিরেক্টর।

অভিযোগ উঠেছে, প্রতারণার টাকা দিয়ে নাকি পাম এভিনিউতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন নুসরত। এদিন সন্ধ্যায় অভিযোগকারী কয়েকজন বয়স্থ ব্যক্তিকে নিয়ে ইডির দফতরে যান শঙ্কুদেব পন্ডা। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান, নুসরত আদালতের সমন পেয়েও হাজিরা দেননি। আলিপুর কোর্টে নুসরতের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে খবর।

অন্যদিকে অভিযোগকারীদের উপরে মামলা তুলে নেওয়ার জন্য চাপও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে নুসরত এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও তাঁর টিমের তরফে জানানো হয়, সাংসদ অভিনেত্রী নাকি নিজের ছবির শুটিংয়ে ব্যস্ত।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর