অযোধ্যার মসজিদকে ঘিরে রমরমিয়ে চলছে আর্থিক প্রতারণা! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্ক: মিটেছে রাম জন্মভূমি সঙ্কট। সুপ্রিম কোর্টের রায়ের পর বিতর্কিত স্থানে উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। গত ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধন করা হয়। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে মুসলিম পক্ষ পেয়ে যায় পাঁচ একর জমি। তারা অযোধ্যার (Ayodhya) ধন্নিপুরে সেই জমিতে ভারতের সবচেয়ে বড় মসজিদ তৈরী করতে চলেছে। আর এই মসজিদের নাম হতে চলেছে মহম্মদ বিন আবদুল্লাহ মসজিদ। মসজিদের অনুদান সংগ্রহের নামে উঠল প্রতারণার অভিযোগ।

বিষয়টি নিয়ে মসজিদ ট্রাস্টের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে সাইবার ক্রাইম থানাতে। তার ভিত্তিতেই FIR দায়ের করা হয়েছে পুলিশের তরফে। সেখানে অভিযোগ করা হয়েছে যে, কিছু অসাধু চক্র অযোধ্যা মসজিদের জন্য অনুদান সংগ্রহ করছে। জাল নাম দিয়ে তহবিল সংগ্রহ করে চলেছে তারা। বিষয়টি জানতে পারার পরই পুলিশের কাছে রিপোর্ট করা হয়।

মসজিদের প্রধান ট্রাস্টি জুফর ফারুকি জানান যে, একটি সরকারি ব্যাঙ্ক এবং একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হচ্ছে। এক ওয়েবসাইটে সেই অ্যাকাউন্ট নম্বরগুলি দেওয়া রয়েছে। পুরো ঘটনা চোখে আসতেই বিষয়টি লখনউয়ের গৌতমপল্লি থানাতে সাইবার সেলের কাছে অভিযোগ করে ট্রাস্ট। সেই অভিযোগের ওপর ভিত্তি করেই কাজ শুরু করেছে লখনউ পুলিশ।

উল্লেখ্য, ২০১৯ সালের ৯ নভেম্বর রাম মন্দিরের পক্ষে রায় আসে। সেখানে রামজন্মভূমি হিন্দু পক্ষ পায় এবং মুসলিম পক্ষকে দেওয়া হয় ২৫ কিমি দূরের একটি জমি। সেখানে মসজিদ নির্মাণের জন্য উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড দায়িত্ব দিয়ে দেয় ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনকে। তারাই ট্রাস্ট গঠন করে কাজ চালাচ্ছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর