এবার লোকাল ট্রেনেই মিলবে ফ্রি Wi-Fi, জানুয়ারি থেকেই এই সুবিধা দিতে চলেছে রেল

বাংলা হান্ট ডেস্কঃ মুম্বাইয়ের (mumbai) বিভিন্ন রেলস্টেশনে Wi-Fi সংযোগ স্থাপন করার পর এবার লোকাল ট্রেনে Wi-Fi সংযোগ স্থাপনের পথে রেল কর্তৃপক্ষ। বর্তমান সময়ে ১৬৫ টি লোকোমোটিভে ৩৪৬৫ টি কোচে ইন্টারনেট সংযোগ দেওয়ার পরিকল্পনা করছে রেল।

করোনা আবহে থমকে যাওয়া এই প্রকল্পটি নতুন বছরের আগেই শেষ করা হবে বলেও জানা গিয়েছে। যার ফলে রেল প্রশাসন জানিয়েছে, যাত্রীরা ২০২২ সালের প্রথম দিকেই লোকাল ট্রেনে বিনামূল্যে Wi-Fi পরিষেবা পেতে পারবেন। প্রায় ২ বছর আগে এমন পরিকল্পনার কথা ঘোষণা করেছিল সেন্ট্রাল রেলওয়ে।

Central Railway rush train

‘কন্টেন্ট অফ ডিমান্ড’র অধীনে বর্তমানে যে Wi-Fi ব্যবস্থা স্থাপন করা হবে, তাতে প্রি-লোড করা সিনেমা, সিরিজ এবং গান থাকবে। যার ফলে যাত্রীরা শুধুমাত্র Wi-Fi অন করেই পরবর্তীতে তাঁদের মোবাইলে থাকা ‘প্রি-লোডেড’ তথ্য দেখতে পারবেন।

ডিজিটাল ইন্ডিয়ার অংশ হতে গিয়ে নানাভাবে দেশকে আপডেট রাখার চেষ্টা করা হচ্ছে। এই প্রযুক্তিতে ২০১৬ সালে প্রথমে মুম্বাই সেন্ট্রালে Wi-Fi সুবিধা প্রদান করা হয়েছিল। ৫ বছরে ওয়েস্টার্ন রেলওয়ে ৪৬৮ টি রেল স্টেশনে Wi-Fi সুবিধা প্রদান করেছে, তার মধ্যে ৯০ টি রয়েছে মুম্বাইয়ে। স্টেশনে Wi-Fi ব্যবহৃত যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এবার লোকাল ট্রেনেও Wi-Fi সুবিধা প্রদানের পথে এগোচ্ছ রেল কর্তৃপক্ষ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর