পুলিসের ডেপুটি সুপারিনটেনডেন্টকে বানিয়ে দিলেন কনস্টেবল! দুর্নীতিগ্রস্ত অফিসারের উপর চলল যোগীর চাবুক

বাংলাহান্ট ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ যোগি আদিত্যনাথের (Yogi Adityanath)। উত্তরপ্রদেশ পুলিসের এক ভারপ্রাপ্ত আধিকারিককে ঘুষ নেওয়ার অপরাধে পদ অবনতি করিয়ে সাধারণ কন্সস্টেবল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দফতর থেকে টুইট করে এই ঘোষণা করা হয়। জানা যাচ্ছে, রামপুর সদরের ক্ষেত্র আধিকারিক বিদ্যা কিশোর শর্মাকে ঘুষ নেওয়ার দায়ে অভিযুক্ত করা হয়। তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে তার পদের অবনতি হয়।

ক্ষেত্র আধিকারিক বিদ্যা কিশোর শর্মা রামপুরে কর্মরত ছিলেন। সেখানেই ঘুষ নেওয়ার দায়ে অভিযুক্ত হন। শুরু হয় বিভাগটি তদন্ত। প্রমাণ হয় বিদ্যা কিশোর শর্মা সত্যিই ঘুষ নেন। তারপরই উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ করা হয়। যে পদে তিনি কর্তব্য ছিলেন, পরিবর্তন হয় সেই পদেরই। প্রসঙ্গত, বিদ্যা কিশোর শর্মার চাকরি জীবন শুরু হয় একজন কন্সস্টেবল হিসাবেই। ধীরে ধীরে পদোন্নতি করতে করতে আজ ক্ষেত্র আধিকারিক পদে বসেছিলেন তিনি।

কী হয়েছিল আসল ঘটনা? বছর খানেক আগে বিদ্যা কিশোর শর্মার উপর দুর্নীতির একাধিক অভিযোগ উঠে আসে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর জনসভার আগে রামপুরের এক মহিলা আত্মহত্যা করারও হুমকি দেন বলে জানা যাচ্ছে। ওই মহিলার অভিযোগ, স্বামী বিবেকানন্দ হাসপাতালের সঞ্চালক বিনোদ যাদব এবং তৎকালীন ইন্সপেক্টর রামবীর যাদব তাঁকে গণধর্ষণ করে। কিন্তু পুলিসে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।

এর পর একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে দেখা যায় এই ঘটনার কোনও পদক্ষেপ না করার জন্য ৫ লক্ষ্য টাকা ঘুষ নিচ্ছে বিদ্যা কিশোর শর্মা। পুরো ঘটনা সবার সামনে আসতেই ২ অভিযুক্তকে নির্বাসন দেয় কর্তৃপক্ষ। সঙ্গে নির্বাসন দেওয়া হয় বিদ্যা কিশোর শর্মাকেও। পরে মুখ্যমন্ত্রীর আদেশে একটি তদন্তকারী কমিটি তৈরি হয়। তদন্তের রিপোর্টে বলা হয় ওই মহিলার অভিযোগ সত্য। এবং ঘুষ নেওয়ার অপরাধ শাস্তি হল বিদ্যা কিশোর শর্মার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর