৭০০ টাকা দৈনিক মজুরিতে হাওড়া স্টেশনে ছিনতাই! গ্রেফতার চক্রের তিন পাণ্ডা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলাহান্ট ডেস্ক : সোনারপুরে (Sonarpur) সন্ধান মিলন হাওড়া স্টেশনের ছিনতাই চক্রের পান্ডাদের। ছিনতাই চক্রের সাথে যুক্ত তিনজন এই ঘটনায় গ্রেফতার হয়েছে। ধৃত তিনজনের নাম রাজ আইচ, শেখ কাসেম ও আকাশ হালদার। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ফোন ও মানিব্যাগ। সোনারপুর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে পাঁচটি দামি মোবাইল ফোনও উদ্ধার করেছে।

সোনারপুর থানার পিসি ইনচার্জ অর্ঘ্য মন্ডলের নেতৃত্বে গতকাল রাতে এলাকায় টহল দিচ্ছিল কর্তব্যরত পুলিশেরা। টহল দেওয়ার সময় ওই তিনজনকে দেখে সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তল্লাশি চালিয়ে ওই তিনজনের কাছ থেকে পুলিশ উদ্ধার করে মানিব্যাগ ও মোবাইল ফোন। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে তারা মূলত রিসিভারের কাজ করত।

ছিনতাইকারীদের টিম বেশ সক্রিয় হাওড়া (Howrah) স্টেশনের মধ্যেই। সেই টিমের লোকেরা স্টেশন থেকে যাত্রীদের মালপত্র ছিনতাই করে পৌঁছে দিত তাদের কাছে। এরপর তারা চোরাই মালপত্র জমা করত ঘুটিয়ারী শরীফে। ধৃতরা স্বীকার করেছে এই কাজের জন্য প্রত্যেকদিন ৭০০ টাকা বেতন পেত তারা। পুলিশ অনুসন্ধান করছে এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে।

ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখছে সোনারপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃতদের আজ বারুইপুর আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, অতিতে বহুবার হাওড়া, শিয়ালদা মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে উঠেছে ছিনতাইয়ের অভিযোগ। চলতি বছরের গোড়ার দিকে দমদম স্টেশনে এক যাত্রীর মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে।

arrested

যদিও অভিযুক্তকে পাকড়াও করে ফেলেন সবাই। তারপর চলে গণপ্রহার। এছাড়াও হাওড়া-শিয়ালদার একাধিক লাইনের যাত্রীদের অভিযোগ স্টেশন ও ট্রেন থেকে মোবাইল ফোন-মানিব্যাগ চুরি নিত্যদিনের ঘটনা। ছিনতাইবাজদের কবলে পড়ে বহু মানুষের বহু ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন বহু যাত্রী।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর