টোল ট্যাক্স থেকে শুরু করে রান্নার গ্যাস! ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, টান পড়বে পকেটে

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল চলতি বছরের অগাস্ট (August) মাস। আর মাত্র দুই দিন পরেই শুরু হবে সেপ্টেম্বর (September)। এমতাবস্থায়, এখন থেকেই আগামী মাসের জন্য নিজেদের প্রয়োজনীয় কাজের পরিকল্পনা সেরে রাখছেন সকলেই। কিন্তু, জানিয়ে রাখি যে, আগামী সেপ্টেম্বর মাস থেকেই বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে একাধিক নিয়মের। যেগুলি প্রত্যক্ষভাবে প্রভাব ফেলবে সাধারণ মানুষের ওপর। জানা গিয়েছে যে, আগামী মাসে ফের দাম বাড়তে পারে গ্যাস সিলিন্ডারের। পাশাপাশি, টোল-ট্যাক্স, ব্যাঙ্কিং এবং সম্পত্তি কেনা সহ বিভিন্ন ধরণের পরিষেবাগুলিতে একাধিক নিয়মের পরিবর্তন হতে চলেছে। তাই, বর্তমান প্রতিবেদনে সকলের সুবিধার্থে সেই প্রসঙ্গগুলি বিস্তারিতভাবে উপস্থাপিত করা হল।

PNB-র গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নিয়ম: ব্যাঙ্কিং ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) গ্রাহকদের জন্য নতুন নিয়মের ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ৩১ অগাস্টের মধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহকদের তাঁদের KYC আপডেট করাতে হবে। শুধু তাই নয়, গ্রাহকরা যদি এই আপডেট না করেন সেক্ষেত্রে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক পর্যন্ত করা হবে। সেক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যবহার করতে সমস্যায় পড়বেন গ্রাহকেরা।

গ্যাস সিলিন্ডারের দামে হতে পারে পরিবর্তন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সরকারি তেল কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম তারিখে গ্যাস সিলিন্ডারের দাম নতুন করে নির্ধারণ করে। এমতাবস্থায়,আগামী মাসের প্রথম দিন অর্থাৎ ১ সেপ্টেম্বর জারি করা হবে সিলিন্ডারের নতুন দাম। যার ফলে বর্তমান সময়ের ভিত্তিতে গ্যাসের দামে ফের বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাড়ি কেনার খরচ বাড়বে: আগামী মাস থেকে বাড়ি কেনার ক্ষেত্রেও বৃদ্ধি পাবে খরচ। ইতিমধ্যেই সরকার গাজিয়াবাদে সার্কেল রেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। আপাতত সার্কেল রেট মূল্য দুই থেকে চার শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পত্তির ক্ষেত্রে এই বর্ধিত সার্কেল রেট প্রযোজ্য হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।

বৃদ্ধি পাবে টোল ট্যাক্সের পরিমান: সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকেই বাড়তে চলেছে টোল ট্যাক্সের পরিমান। অর্থাৎ, আগামী মাস থেকে যাত্রীদেরকে আরও বেশি পরিমান ট্যাক্স দিতে হবে। মূলত, যমুনা এক্সপ্রেসওয়েতে এই পরিমান বাড়তে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, ছোট গাড়ির জন্য এবার থেকে এই এক্সপ্রেসওয়ে দিয়ে ভ্রমণের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১০ পয়সা বেশি দিতে হবে। পাশাপাশি, বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে অতিরিক্ত ৫২ পয়সা টোল ট্যাক্স বাবদ দিতে হবে।

MONEY IN HANDS

বীমা পলিসির প্রিমিয়াম কমতে চলেছে: ইতিমধ্যেই IRDAI (Insurance Regulatory and Development Authority of India) সূত্রে জানা গিয়েছে যে, আগামী ১ সেপ্টেম্বর থেকে পলিসির প্রিমিয়াম কমতে চলেছে। মূলত, সাধারণ বীমার নিয়মের ক্ষেত্রে IRDAI পরিবর্তন করার পরে, নতুন নিয়মে গ্রাহকদেরকে এখন ৩০ থেকে ৩৫ শতাংশের পরিবর্তে এজেন্টকে শুধুমাত্র ২০ শতাংশ কমিশন দিতে হবে। আর এর ফলে গ্রাহকদের প্রিমিয়ামের অঙ্ক কমে যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর