এবার থেকে দৈনিক টিকিট কেটেও ওঠা যাবে লোকাল ট্রেনে, বড় সিদ্ধান্ত রেলের

বাংলা হান্ট ডেস্কঃ করোনার বাড়বাড়ন্তের জন্য মে মাস থেকেই রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেনের (Local Train) পরিষেবা। করোনার সংক্রমণ কমলেও এখনও লোকাল ট্রেন চালাতে ইচ্ছুক নয় রাজ্য সরকার। আরেকদিকে, লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত থাকায় নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কোটি কোটি মানুষকে। একদিকে, ট্রেন বন্ধ, আরেকদিকে অফিস খোলা। কীভাবে অফিসে যাবে কর্মচারীরা? সেই সমস্যা দূর করতেই রেল আগে থেকেই স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে। তবে, সেই ট্রেনে সমস্ত অফিস স্টাফদের কিন্তু যাতায়াতের অনুমতি নেই।

স্টেশনে টিকিট কাউন্টার বন্ধ, বাধ্য হয়ে বিনা টিকিটেই কাজে যেতে হচ্ছে বহু কর্মচারীকে। আর এরজন্য বহু মানুষকে দিতে হয়েছে বড় মাপের ফাইন। তবে, রেল এবার কিছুটা হলেও স্বস্তির খবর দিচ্ছে। এবার থেকে দৈনিক টিকিট কেটে লোকাল ট্রেনে ওঠার অনুমতি দিচ্ছে রেল। তবে অবশ্যই তাঁদের জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকতে হবে। এই পরিষেবা পূর্ব রেলের শিয়ালদহ শাখায় পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে।

রেল সূত্রের খবর অনুযায়ী, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের প্রয়োজনীয় নথি দেখিয়ে লোকাল ট্রেনের মাসিক টিকিট কাটতে পারতেন। তবে এবার তাঁরা দৈনিক টিকিটও কাটতে পারবেন। শুধুমাত্র শিয়াদলহ শাখায় এই পরিষেবা পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে, আগামী দিনে অন্যান্য শাখাতেও এই পরিষেবা চালু হতে পারে বলে খবর রেল সূত্রের।

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেন। চারিদিকে এই পরিষেবা চালু করার জন্য বিক্ষোভ হওয়ার পরেও তিনি লোকাল ট্রেন চালানোর অনুমতি দেননি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, এখন ট্রেন চালু হলে দুনিয়ার লোকের কোভিড হবে, তাঁর দায় কে নেবে?

তবে এবার লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরি ভাবে চালু না হলেও, শিয়ালদহ শাখায় পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু হওয়ায় অনেক মানুষের সমস্যার সমাধান হবে বলে আশা ওয়াকিবহাল মহলের।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর