কোহলিই দল তৈরি করেছে, রোহিত লাভের ফল খাচ্ছে! বিস্ফোরক মন্তব্য গৌতম গম্ভীরের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অধিনায়ক হিসেবে প্রথম কোনও শক্তিশালী দলের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমে রোহিত শর্মা (Rohit Sharma) নিজে ব্যক্তিগত স্তরেও ভালো পারফরম্যান্স করছেন। তাছাড়া যেভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ঘরের মাটিতে প্রথম দুটি টেস্টে মাত্র ৩ দিনের মধ্যে জয় পেয়েছে ভারতীয় দল (Team India), তারপরে রোহিতের অধিনায়কত্বও প্রশংসা কুড়িয়েছে। যদি বড় কোনও অঘটন না ঘটে তাহলে ১০ বছর পরে ভারতীয় দল ফের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে ৪-০ ফলে সিরিজ জিততে চলেছে।

রোহিত শর্মার প্রশংসা অনেকে করলেও তাদের দলে নেই গৌতম গম্ভীর। প্রাক্তন ভারতীয় ওপেন আর মনে করেন ভারতীয় দলের আজকের এই পারফরম্যান্সের পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে বিরাট কোহলির। আজকে ভারতীয় দলের এই পারফরম‍্যান্স বিরাটের কারণেই কারণ গম্ভীর মনে করেন যে প্রাক্তন ভারত অধিনায়কই এই দলটি নিজের হাতে তৈরি করেছেন।

গৌতম গম্ভীরের এই বক্তব্য শোনার পর অনেকেই কিছুটা আশ্চর্য হয়েছেন। গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে সম্পর্ক যে খুবই মধুর এমনটা নয়। বরং কোহলির খারাপ ফর্ম চলাকালীন তার সরব সমালোচকদের মধ্যে অন্যতম একজন ছিলেন গম্ভীর। তার মুখে এখানে প্রশংসা শুনতে পাওয়া একটু আশ্চর্যই বটে।

IMG 20210913 200624

অনেকে আবার মনে করছেন যে গৌতম গম্ভীর যার যেটা ভালো এবং যার যে বিষয়টা খারাপ সেটা স্পষ্ট করে বলতে কোনওদিনই ভয় পাননি। অতীতে তিনি প্রকাশ্যে উল্লেখ করেছেন যে ২০১১ বা ২০০৭ সালে ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের কৃতিত্ব কখনোই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির একার নয়। তার হাতে ভালো এবং অভিজ্ঞ দল ছিল বলেই তার নেতৃত্বে বিশ্বকাপ পেরেছে ভারত।

রোহিত শর্মা এবং বিরাট কোহলির অধিনায়কত্ব প্রসঙ্গে গৌতম গম্ভীর মন্তব্য করেছেন, “রোহিত একজন অসাধারণ অধিনায়ক এই নিয়ে আমার কোনও সন্দেহ নেই। কিন্তু ও এখনো অবধি এমন কিছু করেনি যেটা বিরাট কোহলি টেস্ট ফরম্যাটে অধিনায়ক হিসেবে করে দেখাতে পারেনি। ভারতীয় দলের এই যে খেলার ধারা এটার প্রবর্তন কিন্তু বিরাট কোহলিই করেছিলেন। আমার মনে হয় রহিত শর্মা শুধু থাকে অনুসরণ করছেন এবং সাফল্য পাচ্ছেন।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর