হাতে হাত রেখে সিদ্ধিদাতা গণেশের পুজো সারলেন শোভন-বৈশাখী, ভাইরাল ফ্যামিলি ছবি

বাংলাহান্ট ডেস্ক : বাংলার এই জনপ্রিয় রোমান্টিক দম্পতি খবরের শিরোনামে থাকতে বড় ভালোবাসেন। কখনও জামাই ষষ্ঠী পালন করছেন, কখনও বা সিঁদুর পরিয়ে দিচ্ছেন। ঘটা করে ছবিও আপলোড করে সোশ্যাল মিডিয়ায়। তবে এই প্রথমবার বাড়িতে গণেশ পুজোর আয়োজন করেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। বৃহস্পতিবার গণপতি আরাধনার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন তিনি। আর তারপর থেকেই বেশ চর্চায় উঠে এসেছেন এই দম্পতি।

অন্য উৎসবেও শোভন- বৈশাখী বেশ ম্যাচিং করে পোশাক পরে ঘুরে বেড়ান। গতকাল গণপতি পূজাতেও বা তার অন্যথা হয়নি। সমুদ্রের মতো সবুজ রঙ, আর লাল পারের একটি শাড়ি পরেছিলেন বৈশাখী। আর শোভন পরেছিলেন ওই একই রঙের একটা পঞ্জাবি। ম্যাচিং করে পোশাক ছিল মেয়ে মেহুলেরও। তিন জন একসঙ্গে করেন গণেশ ঠাকুরের আরতি।

sb 1

নিজের হাতেই বাড়ির সব অনুষ্ঠানের আয়োজন করেন বৈশাখী। বেস ভালোবেসেই করেন তিনি। তা সে কারও জন্মদিনই হোক বা জামাইষষ্ঠী। খুব সুন্দর করে সাজানো হয়েছিল ঠাকুর ও ঠাকুরের আসন। নানা রঙের ফুলে উজ্জ্বল হয়ে উঠেছিল গোটা বাড়িই। মেয়ে মেহুলও যেন মায়ের আদলেই গড়া। মায়ের মতো শাড়ি পরেছিল। গলায়-কানে-হাতে ছিল সোনার গয়না। মেহেন্দিও পরেছিল। নিজে আবার ছোট্ট করে একটা গণেশও এনেছিল সঙ্গে করে।

আটপৌড়ে শাড়ি, মাথায় কাপড়, ভারী সোনার গয়না, মাথা ভরা সিঁদুর, লাল লিপস্টিক, খোঁপায় ফুল দিয়ে বৈশাখী যেন নতুন বউ-এর সাজে ধরা দিলেন। বৈশাখীর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক ছবি। তা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁদেট অনুরাগীরা। সকলেই বলছেন এটা যেন একটা ‘পারফেক্ট ফ্যামিলি’র চিত্রনাট্য।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর