বারাণসীর ধাঁচে গঙ্গা আরতি কলকাতায়, বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিচ্ছে পুরসভা

বাংলাহান্ট ডেস্ক : বারাণসীর গঙ্গা আরতি নিয়ে বাঙালির আগ্রহ অপার। প্রতি বছর এই আরতিটুকু চোখের দেখা দেখার জন্য ছুটে যান লক্ষ লক্ষ মানুষ। তবে বাঙালির জন্য সুখবর। এবার বেনারসের ঢঙেই কলকাতাতেই শুরু হতে চলেছে গঙ্গা আরতি। এমনটাই জানানো হয়েছে কলকাতা পুরসভার তরফে। সম্প্রতি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে ভোট প্রচারের কাজে বারাণসী গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সন্ধ্যের গঙ্গারতিতে উপস্থিত ছিলেন তিনিও।

কলকাতার গঙ্গার ঘাটে এই গঙ্গা আরতির উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। একটি বেসরকারি সংস্থার মাধ্যমেই করানো হবে পুরো অনুষ্ঠানটি। সেই সংস্থাই ব্যবস্থা করবে সব কিছুই। পুরো বিষয়টিতে সহযোগিতা করবে পুরসভা। যত তাড়াতাড়ি সম্ভব এই আরতি শুরু করার চেষ্টা করা হচ্ছে সরকারের তরফে। ইতিমধ্যেই কথা হয়েছে পরিবেশ দপ্তরের সঙ্গেও। যদিও এই আরতির জন্য কোন ঘাটকে বেছে নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি মাস নাগাদ কলকাতাতে গঙ্গা আরতি চালু করার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এমনকি ঘাটে বসে গঙ্গাদর্শনের জন্য ৩২ একর জমিও চিহ্নিত করেছিল মোদী সরকার। শুধু আরতি নয়, কলকাতায় গঙ্গায় পাড়ের ওই প্রকল্পে বলা হয়েছিল অ্যাকোরিয়াম, ওয়াটার পার্কের কথাও।

বহির্বিশ্ব এবং দেশের ভিতরের শহরগুলির সঙ্গে কলকাতার জাহাজ পথে সংযোগ রয়েছে। ফলে অন্যান্য শহরগুলির সঙ্গে কলকাতা জলপথে একটি সঙ্গমস্থল হয়ে উঠতে পারে বলেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। যদিও সার হয়েছে সেই প্রতিশ্রুতিই। মাঝখানে কেটেছে দুটো বছর। গঙ্গারতি বা বাকি প্রকল্প বাস্তবায়িত হওয়ার কোনও লক্ষণই দেখতে পাওয়া যায়নি কলকাতার ধারে কাছেও। এবার আবারও গঙ্গারতি চালু করার জন্য পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা। এবার কি সত্যিই সত্যি হবে প্রতিশ্রুতি নাকি শুধুই মিথ্যা আশা? সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর