ভাগ‍্যিস এ আর রহমান সিরিয়ালটা দেখেননি! ভুলভাল গিটার বাজিয়ে ‘মা তুঝে সালাম’ গেয়ে ট্রোলড গঙ্গারাম

   

বাংলাহান্ট ডেস্ক: বাঙালির ঘরে বিনোদনের আরেকটি অর্থ সিরিয়াল (serial)। নিত‍্যদিনের কাজ, পরিশ্রমের পর একটু অবসর খুঁজে নিয়ে মা, ঠাকুমারা বসেন টেলিভিশনের সামনে। একের পর এক চ‍্যানেল ঘুরিয়ে সন্ধ‍্যা থেকে রাত পর্যন্ত চলে সিরিয়ালের আসর। ডেইলি সোপগুলি বিনোদনের যোগান দেয় ঠিকই, তেমনি সিরিয়ালের বিচিত্র সব কাণ্ডকারখানার জন‍্য ট্রোলিংও কম হয়না।

এক বছর হয়ে গেল স্টার জলসায় শুরু হয়েছে ‘গঙ্গারাম’ (gangaram)। শুরু হওয়ার পর থেকেই বহুবার ট্রোলের মুখে পড়েছে এই সিরিয়াল। মূলত গঙ্গারামের গানকে ঘিরেই হাসি, মশকরায় মাতেন নেটিজেনরা। আবারো গানের জন‍্যই ট্রোলের মুখে পড়তে হয়েছে সিরিয়ালের নায়ক গঙ্গারামকে।

IMG 20220201 183535
সোশ‍্যাল মিডিয়ায় সাম্প্রতিক একটি পর্বের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মিউজিক অ্যালবামের সাংবাদিক সম্মেলনে গিটার হাতে নিয়ে এ আর রহমানের গাওয়া ‘মা তুঝে সালাম’ গানটি গাইছেন গঙ্গারাম ওরফে অভিষেক বোস। গিটার হাতে নিয়ে রীতিমতো আবেগ দিয়ে গান গাইতে দেখা যাচ্ছে তাঁকে।

Gangaram Serial
কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। একজন মশকরা করেছেন, ‘গিটার কীভাবে ধরতে হয় তাও জানে না!’ আরেকজনের প্রশ্ন, ‘এর পরের কণ্ঠস্বর কার হবে? জাস্টিন নাকি চার্লি?’ আরেকজন লিখেছেন, ‘ভাগ‍্যিস এ আর রহমান সিরিয়ালটা দেখেননি!’ অনেকে আবার গঙ্গারামকে ‘লেজেন্ড’ বলেও কটাক্ষ করেছে।

সিরিয়ালের গল্প অনুযায়ী, গ্রামের ছেলে গঙ্গারাম শহরে আসে শহরবাসীকে ‘মাটির গান’ শোনানোর আশায়। কিন্তু এখন দেখা যাচ্ছে মাটির গানের বদলে সে বলিউডি ছবির জনপ্রিয় গান গাইছে। এর আগে এক মঞ্চে ফারহান আখতারের গাওয়া রক অন ছবির ‘সোচা হ‍্যায়’ গানটি গেয়ে ট্রোলের মুখে পড়েছিল গঙ্গারাম। কিন্তু তাতে অবশ‍্য দমানো যায়নি সিরিয়ালটিকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর