অবশেষে মিললো স্বস্তি! এক ধাক্কায় প্রায় ২০০ টাকা কমলো রান্নার গ্যাসের দাম

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির কারণে পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস থেকে শুরু করে বহু প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু-হু করে বেড়ে চলেছে। ফলে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের চিন্তা ক্রমশ বেড়ে চলেছে। তবে অবশেষে সকল দেশবাসীর সেই চিন্তা কিছুটা দূর করে কমলো বাণিজ্যিক রান্নার গ্যাসের মূল্য। প্রায় ২০০ টাকার কাছাকাছি দাম কমেছে রান্নার গ্যাসের। তবে সব ক্ষেত্রে এই দাম কমেনি বলেই জানা গিয়েছে।

সুত্র মারফত এদিন জানা যায় যে, ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এবার থেকে ১৮২ টাকা কমতে চলেছে। ফলে স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তি পেতে চলেছে দেশবাসী। আজ তথা ১ লা জুলাই থেকে ১৯ কেজি রান্নার গ্যাস বাবদ এই দামটি কার্যকর করা হবে বলে ঘোষণা করা হয়েছে। শহর কলকাতায় ১৮২ টাকা দাম কমে বর্তমানে প্রতি সিলিন্ডার বাবদ নতুন দাম হতে চলেছে ২১৪০ টাকা।

তবে এক্ষেত্রে ১৪ কেজি রান্নার গ্যাসের দামের কোন পরিবর্তন হয়নি। ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমায় আশা করা হচ্ছিল যে, ১৪ কেজি সিলিন্ডার প্রতিও দাম হ্রাস পেতে চলেছে। তবে আপাতত সেইরকম কোন ঘোষণা করা হয়নি। বর্তমানে সিলিন্ডার প্রতি এর দাম ১০২৯ টাকা।

lpg gas cylinder

সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক গ্যাসের দাম বহু পরিমাণে বৃদ্ধি পায়, যার কারণে প্রতিটি মধ্যবিত্ত মানুষের পকেটে টান পড়েছিলো। তবে গত জুন মাসে ১৩৫ টাকা এবং বর্তমানে ২০০ টাকার কাছাকাছি গ্যাসের দাম কমার ফলে খুশির হাওয়া গোটা দেশজুড়ে। এইভাবে ধীরে ধীরে কিছুটা দাম কমতে থাকলে সাধারণ মানুষ স্বস্তি পাবে বলে মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর