কোহলি শতরান করলে ভারত বিশ্বকাপ জিতবে না! বিস্ফোরক গৌতম গম্ভীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে বিশ্বকাপের (2023 ODI World Cup) সেমিফাইনালে যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। আর একটি ম্যাচ জিতলেই তাদের সেমিফাইনাল কার্যত নিশ্চিত হয়ে যাবে। বাকি ম্যাচগুলি হয়ে দাঁড়াবে নিয়মরক্ষার। কিন্তু সেই পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। আর সেই ম্যাচের নামা আগে ভারতীয় দলের মহাতারকা বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

বিরাট কোহলি দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপে অসাধারণ ছন্দে রয়েছেন। ইতিমধ্যেই তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া দৌড়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন। পাকিস্তান ম্যাচ বাদে বাকি প্রতি ম্যাচে অন্তত ৫০ রানের গন্ডি টপকাতে পেরেছেন তিনি।

cover kohli

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি অসাধারণ শতরান করেছিলেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কাছাকাছি পৌঁছেও সুযোগ হাতছাড়া করেছেন তিনি। যদিও নিউজিল্যান্ড এবং বাংলাদেশ ম্যাচে তার শতরানের জন্য ভারতীয় দলকে যেভাবে নিজেদের কিছু পরিকল্পনার পরিবর্তন করতে হচ্ছিল শেষ দিকে রান তাড়া করার সময় ব্যাটিং নিয়ে নানা মুনির, নানা মত দেখা দিয়েছে।

আরও পড়ুন: অলৌকিক শক্তিতে বিশ্বাসী, আমরা সেমিফাইনাল খেলবোই! ভারতের মাটিতে হুঙ্কার পাকিস্তান তারকার

অতি সম্প্রতি মহম্মদ কাইফ একটি আলোচনা সভায় মন্তব্য করেছিলেন তিনি চান বিরাটের ৪৯ এবং ৫০তম ওডিআই শতরানটি বিশ্বকাপের মঞ্চেই চলে আসুক এবং ভারত সেই শতরানগুলিতে ভর করেই বিশ্বকাপ জিতে নিক। কিন্তু এই ধারণার চরম বিরোধিতা করেছেন গৌতম গম্ভীর।

আরও পড়ুন: দলে চোট আঘাতের সমস্যা, তাও হাসি ফুটলো রোহিত, কোহলির মুখে! কি সুখবর পেলো ভারত?

তিনি সাহেবকে বলেছেন তিনি শতরান নিয়ে সন্তুষ্ট হতে পারেন, তবে তার কাছে বেশি প্রয়োজনীয় বিষয় হচ্ছে ভারতীয় দলের বিশ্বকাপ জেতা। বিরাট কোহলি কোনও রেকর্ড গড়লেন কিনা তা নিয়ে তার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। এরপর কাইফ বলেছিলেন যদি বিশ্বকাপ ফাইনালে বিরাট কোহলি শতরান করতে পারে তাহলে ভারতীয় দলের পক্ষেই জয়ের রাস্তা খুলে যাবে। জবাবে গৌতম গম্ভীর বলেছেন যে ২০১১ বিশ্বকাপে যে দলের ক্রিকেটার শতরান করেছিল, সেই দলকে হার মানতে হয়েছিল এবং একটিও শতরান না থাকা সত্ত্বেও ভারত ওই ফাইনালটি জিতে কাপ করে তুলেছিল। তাই তার কাছে শতরানের আলাদা করে কোনও গুরুত্ব নেই।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর