দলে থেকে এই কাজটা করেছিলাম বলে ভারত ২টো বিশ্বকাপ জিতেছে! মন্তব্য গৌতম গম্ভীরের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) একটি তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে। বিশ্বকাপের (2023 ODI World Cup) আগে নিজেদের টিম কম্বিনেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন রোহিত শর্মারা। আগামী মাসের ৮ তারিখ থেকে চেন্নাইয়ে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপ ট্রফিটা আরম্ভ করবে ভারত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রামে আছেন বেশ কিছু সিনিয়র তারকা। তরুণ এবং দলে নিয়মিত সুযোগ পান না এমন ক্রিকেটারদের কাছে এটা একটা বড় সুযোগ বিশ্বকাপের আগে নিজেদের যোগ্যতা প্রমাণ দেওয়ার। বিশ্বকাপ জিততে হলে দলে মহাতারকাদের পাশাপাশি একটি নির্দিষ্ট প্ল্যানিংয়ের প্রয়োজন রয়েছে। বিশেষ পরিস্থিতিতে বিশেষ পরিকল্পনা তৈরি রাখতে হবে অধিনায়কদের।

প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর, সম্প্রতি ভারতের বিশ্বকাপ অভিযান নিয়ে মুখ খুলেছেন। তার ঠোঁটকাটা এবং স্পষ্টবাদী স্বভাবের জন্য অনেকেই তাকে অপছন্দ করেন। কিন্তু তার যুক্তিগুলি সব সময় অগ্রাহ্য করা যায় না। বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে তিনি সম্প্রতি ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের গুরুত্বপূর্ণ প্রসঙ্গ টেনে এনেছেন।

gautam gambhir 4

বিশ্বকাপে নামার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ খেলে নেওয়ার পরিকল্পনাটি গম্ভীরের মনে ধরেছে। তিনি জানিয়েছেন যে বিশ্বকাপ জিততে গেলে অস্ট্রেলিয়াকে কোনও না কোনওভাবে আটকাতে হবে। নক-আউটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারা চলবে না।

আরও পড়ুন: এই কাজ করে মন জিতেছেন BCCI সচিব জয় শাহ! জন্মদিনে বিশেষ উপহার দেবে ভারতীয় দল

২০১৯ সাল থেকে রাউন্ড রিবন পদ্ধতিতে আয়োজিত হচ্ছে ওডিআই বিশ্বকাপ। অর্থাৎ প্রতিটি দল ও অন্যান্য সবকটি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের মুখোমুখি হবে এবং তাদের মধ্যে থেকে সেরা চার দল নিয়ে টুর্নামেন্টের নক আউট পর্যায় আয়োজিত হবে। গম্ভীর এর মতে এই কোন পর্যায়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারলে চলবে না। ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরেই ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল। আবার গৌতম গম্ভীর নিজে জানিয়েছেন, “২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওডিআই বিশ্বকাপের নক আউটে আমরা অস্ট্রেলিয়াকে নকআউট হারিয়েছিলাম এবং তাই জন্যই বিশ্বকাপ জিততে পেরেছিলাম। ওরা ওই পর্যায়ে অত্যন্ত ভয়ঙ্কর। ভারতকে সতর্ক থাকতে হবে।” প্রসঙ্গত গৌতম গম্ভীর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১১ সালের ওডিআই ম্যাচে একটি গুরুত্বপূর্ণ অর্ধশতরান করেছিলেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর