ভারতীয় দলের মঙ্গলের জন্যই এই ৩ তারকাকে ২০২৩ বিশ্বকাপে দেখতে চান না গৌতম গম্ভীর!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২৩ বিশ্বকাপের (ODI World Cup 2023) জন্য ভারতীয় দলটা (Team India) কেমন হবে? এই প্রশ্নের উত্তর এখনই পাওয়া সম্ভব নয়। বেশ কয়েক মাস পরে বিশ্বকাপ আয়োজিত হবে এবং এই সময়টুকুর মধ্যে একাধিক ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। একাধিক তারকার চোট-আঘাত লাগতে পারে। কেউ ফর্ম হারাতে পারেন আবার কেউ ফর্ম ফিরে পেতে পারেন। এমন অবস্থায় ভারতীয় দলের একাদশ কেমন হবে সেই বিষয়ে একটি ধারণা দিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

তার মতে লোকেশ রাহুল (KL Rahul), শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এবং শুভমান গিল (Shubhman Gill) কোনওভাবেই ভারতের হয়ে বিশ্বকাপের দলে থাকবেন না। লোকেশ রাহুল সম্প্রতি একেবারেই ছন্দে নেই। ধাওয়ান বছরের শুরু থেকে ওডিআই ফরম্যাটে ভালোই ছন্দে থাকলেও শেষদিকে এসে ছন্দ হারিয়েছেন। শুভমান গিল এখনও পরীক্ষিত নন। তাই এই তিনজনকে আপাতত ভারতের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপে হিসেবে বাইরেই রাখছেন গম্ভীর। তিনি সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ৪ নম্বরে খেলিয়ে, ৫ নম্বরে ফর্মে থাকা শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। ৬ নম্বরে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অটোমেটিক চয়েজ। তাই স্বাভাবিকভাবেই বাদ পড়বেন লোকেশ রাহুল।

dhawan gill

কিন্তু ভারতের হয়ে রোহিত শর্মার পাশে ওপেন করবেন কে? গৌতম গম্ভীরের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে সবকিছু ঠিক থাকলে ২০২৩ ওডিআই বিশ্বকাপের রোহিত শর্মার পাশে ওপেন করতে চলেছেন। তরুণ ভারতীয় উইকেটরক্ষক এবং ওপেনার ঈশান কিষান (Ishan Kishan)। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের একটি ম্যাচে দ্বিশতরান করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি।

অথচ সবকিছু পরিকল্পনা মাফিক চললে ওই সিরিজের হয়তো খেলার সুযোগই পেতেন না। রোহিত শর্মা যদি আচমকা আঙ্গুলে চোট না পেতেন তাহলে হয়তো তৃতীয় ওডিআই ম্যাচেও ঈশান কিষানের সুযোগ হতো না। সুযোগ পেয়েই সেই ম্যাচে মাত্র ৩৫ ওভারের মধ্যে নিজের দ্বিশতরান অবধি পৌঁছে গিয়েছিলেন।

গৌতম গম্ভীরের সামনে সম্প্রতি ভারতীয় ওপেনার প্রসঙ্গে প্রশ্ন রাখা হলে তিনি জবাবে বলেছেন, “আমি এটাই বুঝতে পারছি না যে আমরা এখনও এই ব্যাপারটা নিয়ে আলোচনা কেন করছি! একজন দ্বিশতরান করেছে ওডিআই ফরম্যাটে, তারপরেও কি সে নিয়মিত হবে না?”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর