মধ্যশিক্ষা পর্ষদে নয়া সভাপতির নাম ঘোষণা! অপসারিত মানিকের জায়গায় এলেন গৌতম পাল

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েক মাস ধরে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদ এক প্রকার ফাঁকা পড়েছিলো। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে রত্না চক্রবর্তী বাগচীর ওপর অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব প্রদান করা হলেও অবশেষে এদিন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) স্থানে নয়া সভাপতির নাম ঘোষণা করল রাজ্য। রাজ্য শিক্ষা দফতরের নয়া  বিজ্ঞপ্তি অনুযায়ী, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে নিযুক্ত করা হতে চলেছে গৌতম পালকে (Gautam Pal)।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে পর্ষদের সভাপতি পদে নিযুক্ত ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্য। তবে পরবর্তীতে দুর্নীতি মামলায় তাঁর নাম উঠে আসার কারণে গত জুন মাসে মানিককে বরখাস্ত করে কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে অন্তর্বর্তী সভাপতি পদে নিযুক্ত হন রত্না চক্রবর্তী বাগচী। তবে অবশেষে এদিন রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে নয়া সভাপতির নাম ঘোষণা করা হয়। বর্তমানে কল্যাণী ইউনিভার্সিটির সহ উপাচার্য পদে কর্মরত রয়েছে গৌতম পাল। শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, এবার থেকে মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি। এক্ষেত্রে আগামী এক বছরের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হতে চলেছে বলে খবর।

এছাড়াও বিক্ষা দফতরের তরফ থেকে ১১ জনের একটি সদস্য কমিটি তৈরি করা হয়েছে। এই তালিকায় রয়েছেন নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদার এবং স্বাতী গুহর মত ব্যক্তিত্বরা। উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের নাম উঠে আসায় গত জুন মাসে তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট। এরপরে কয়েক মাস ধরে অন্তর্বর্তী সভাপতি দিয়ে কাজ চালানো হলেও এদিন অবশেষে মানিকের জায়গায় নিযুক্ত হলেন গৌতম পাল।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর