মানুষের মাংস খায় একমাত্র এই ফলটিই! অবাক হচ্ছেন ? দেখুন

বাংলাহান্ট ডেস্ক : কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউয়ের (Interview) প্রশ্ন ও উত্তর বেশ ট্রেন্ডে আছে। এই প্রশ্নগুলি একদিকে যেমন বুদ্ধিমত্তার, অন্যদিকে বেশ মজার। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা থেকে বেসরকারি চাকরির ইন্টারভিউ রাউন্ডে এই ধরনের অবজেক্টিভ প্রশ্ন এসে থাকে। বর্তমান সময়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

ইন্টারভিউ রাউন্ডে পাশ করলেই আমাদের চাকরি নিশ্চিত হয়। কিন্তু ইন্টারভিউ রাউন্ডের প্রশ্নকর্তারা আমাদের এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন যা অনেক সময় আমাদের কাছে অবাস্তব বলে মনে হয়। কিন্তু সেই সব সাধারণ জ্ঞানের (General knowledge) প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলে আপনারা ইন্টারভিউ রাউন্ডে ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন। আজ আমরা এমনই কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

   

প্রশ্ন 1 – মোট কত প্রকার ফল আছে?

উত্তর 1 – ভারতে 100 টিরও বেশি ধরণের ফল রয়েছে। প্রধান ফল হল আম, কলা, পেঁপে, পেয়ারা, চিকু, লিচু, আপেল, কমলা ইত্যাদি।

প্রশ্ন 2 – ফলের রাণী কে?

উত্তর 2 – ম্যাঙ্গোস্টিন নামের ফলটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। একে বলা হয় ফলের রানী বা দেবতাদের খাবার। এটি স্বাদে মিষ্টি এবং টক।

প্রশ্ন 3 – ভারতের সবচেয়ে বিখ্যাত ফল কোনটি?

উত্তর 3 – আম ফল একটি বিশ্ব বিখ্যাত সুস্বাদু ফল।

Weird Job Advertisement

প্রশ্ন 4 – সবচেয়ে বড় ফলের নাম কি?

উত্তর 4 – তরমুজ, তরমুজ বা সাদা আম পৃথিবীর সবচেয়ে বড় বা ভারী ফল নয়। আসলে সবচেয়ে বড় ফল হল কাঁঠাল।

প্রশ্ন 5 – পৃথিবীর সবচেয়ে মিষ্টি ফল কোনটি?

উত্তর 5 – ডুমুরকে প্রাকৃতিক মিষ্টিতে পূর্ণ মিষ্টি ফল হিসেবে বিবেচনা করা হয়। ডুমুরে রয়েছে ভিটামিন সি, কে, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি উপাদান।

প্রশ্ন 6 – কোন ফল মানুষের মাংস খায়?

উত্তর 6 – আনারস একমাত্র ফল যা মানুষের মাংস খায়।

প্রশ্ন 7 – বিশ্বের সবচেয়ে টক ফল কোনটি?

উত্তর 7 – বিজোরা যা লেবুর একটি প্রজাতি। লেবু সবচেয়ে টক ফল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর