খ্রিস্টান ধর্ম ছেড়ে ১১০০ জনের ঘরওয়াপসি, পা ধুয়ে সনাতনে স্বাগত জানালেন বিজেপি নেতা

বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েক মাস ধরেই ভিন্ন ধর্মের মানুষ দলে দলে যোগ দিচ্ছেন হিন্দু ধর্মে। বলা ভালো, ‘ঘর ওয়াপসি হচ্ছে তাদের। তাঁদের পূর্বপুরুষ, কোনও এক সময় হিন্দু ছিলেন। কিন্তু কখনও স্বেচ্ছায় কখনও বা পরিস্থিতির চাপে পড়ে তাঁরা গ্রহণ করেছিলেন অন্য ধর্ম। আবারও ফিরে আসছেন স্ব-ধর্মে। গত মঙ্গলবার ছত্তিসগড়ে (Chhattisgarh) এমনই প্রায় ১১০০ মানুষ ফিরে এলেন হিন্দুধর্মে।

আবারও সংবাদ শিরোনামে উঠে এল ছত্তিসগড়ের বিজেপির রাজ্য সম্পাদক প্রবল প্রতাপ সিং জুদেবের নাম। ইদানিং কালে ভিন্ন ধর্ম থেকে দলে দলে মানুষকে হিন্দু ধর্মে নিয়ে এসে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন। গত মঙ্গলবারও একই ভাবে ‘ঘর ওয়াপসি’ অনুষ্ঠান করেন। এঔ অনুষ্ঠানেই প্রায় ১১০০ খ্রিস্টান মানুষকে হিন্দু ধর্মে নিয়ে এলেন জুদেব। প্রথমে গঙ্গাজল দিয়ে তাঁদের পা ধুইয়ে পরিশুদ্ধ করে তারপর হিন্দু ধর্মে নিয়ে আসেন তিনি।

https://twitter.com/prabaljudevBJP/status/1617889490395332608?t=-oQ7dGDebyijiRbweY1hyA&s=08

ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের বাসানা এলাকায়। জুদেব এই পুরো অনুষ্ঠানের ভিডিও বানিয়ে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। তিনি সেখানে লেখেন, ‘আমি সম্মানিত, প্রায় ১১০০ মানুষকে সনাতন ধর্মে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আমাদের ধর্ম এবং সংস্কৃতির সৌন্দর্য এটাই। আমাদের ধর্মই আমাদের ঐতিহ্য।’

জুদেব সংবাদমাধ্যমকে জানান, ‘খ্রিস্টান মিশনারিরা গরীব হিন্দুদের টাকা পয়সার লোভ দেখিয়ে ধর্মান্তর করত। তাদের মাধ্যমেই আমাদের হিন্দু ধর্মের দেবদেবীদের অপমান করত। হিন্দুদের মগজধোলাই করা হত।’ তিনি আরও বলেন, করোনা মহামারির সময় আরও বেশি করে মানুষকে খ্রিস্টধর্মে নিয়ে যাওয়া হয়। এমনকি কংগ্রেস আমলে এই ধর্মান্তর আরও বেশি মাত্রায় হয়েছে বলেই দাবি করেন জুদেব।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর