রাত বাড়লেই বাড়ে আতঙ্ক, কিশোরীর আত্মার ভয়ে আতঙ্কিত গ্রামবাসী

বাংলাহান্ট ডেস্ক: নদীয়ার কল্যাণীর ৬ নম্বর ওয়ার্ডের ভুট্টা বাজার এলাকা। সম্প্রতি সেখানে মারা গিয়েছে ১৩ বছরের মেয়ে সোনি। গত সপ্তাহের রবিবার সোনিকে সাপ কাটে। সোনির মা-বাবা সোনিকে হাসপাতালে নিয়ে না গিয়ে ওঝার কাছে নিয়ে যায়। ঘন্টাখানেক ঝাড়ফুঁক করে ওঝা। পরে পরিস্থিতি আরো অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

images 29 1

হাসপাতাল থেকে জানানো হয় দীর্ঘক্ষন চিকিৎসা না করায় সোনির মৃত্যু হয়েছে। মৃত সোনির দেহ সৎকার করা হয়নি তাকে বস্তাবন্দি করে নিয়ে যাওয়া হয় এক মন্দিরে। কিশোরীর মা বাবার বিশ্বাস ছিল ওই মন্দিরে নিয়ে গেলে বেঁচে উঠবে তাদের সন্তান। শেষে সোনির দেহে পচন ধরতে শুরু হলে তাকে সেখানেই সমাধি দিয়ে ফিরে আসেনি তার মা-বাবা।

গ্রামবাসীর ধারণা এরপর থেকে গ্রামে ঘুরে বেড়ায় ওই কিশোরীর আত্মা। বিশেষ প্রয়োজন ছাড়া রাতের বেলা বাড়ি থেকে বের হন না গ্রামবাসী। অন্ধকারে নাকি ওই বাচ্চা ভূত গ্রামবাসীর পিছু নেয়। অনেকে নাকি বাচ্চার গলার ডাক শুনেছেন। আবার ছোট বাচ্চাদের সাথে নাকি খেলতে চাই ওই কিশোরীর আত্মা। এমনকি তার পরিবারের দাবি তার মেয়ের আত্মা নাকি ফিরে এসেছে। ওই গ্রামে এক প্রকার আতঙ্কিত সবাই। সন্ধ্যে নামলে দরজা-জানলা বন্ধ করে সবাই বসে থাকেন ঘরে। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে চাননা।

সম্পর্কিত খবর