IPL-এর পারফরম্যান্স দেখে ভারতীয় দলে সুযোগ দেওয়া বন্ধ হোক! দাবি প্রাক্তন ভারতীয় তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইসিসি টুর্নামেন্টগুলির (ICC Tournaments) নকআউট পর্যায়ে গিয়ে ভারতীয় দলের (Team India) ব্যর্থতার ছবিটা যেন অত্যন্ত পরিচিত হয়ে গিয়েছে ভারতীয় সমর্থকদের কাছে। বিরাট কোহলি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরে রোহিত শর্মা দায়িত্ব নিলেও সেই অবস্থার পরিবর্তন হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বড় ব্যবধানে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। এর জন্য অনেকেই দায়ী করছেন আইপিএলকে (IPL)।

আইপিএল খেলার পর সেখানেই ক্রিকেটাররা এত বেশি পদপ্রদীপের আলোয় চলে আসছেন যে ভারতীয় দলের হয়ে সফল হওয়ার সেই খিদেটা তাদের থাকছে না বলে অভিযোগ করেছেন অনেকেই। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে সফল হওয়ার জন্য যে ধৈর্য প্রয়োজন সেটাও ক্রিকেটাররা হারিয়ে ফেলছেন বলে অভিমত প্রকাশ করেছেন কেউ কেউ।

এবার এই সংক্রান্ত বিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। বর্তমানে ধারাভাষ্যের কাজের সঙ্গে যুক্ত এই তারকা আইপিএলের চেয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কারা ঘরোয়া ক্রিকেটে বেশি সফল হচ্ছেন সেই ব্যাপারে নির্বাচকদের নজর দিতে অনুরোধ করেছেন।

1596262106 sanjay manjrekar 1200x840 1

জয়দেব উনদকাটের মতো বোলার, যিনি গত রঞ্জি মরশুমে প্রবলভাবে সফল হয়েছেন, তাকে বাদ দিয়ে উমেশ যাদবের মত কালেভদ্রে আন্তর্জাতিক ক্রিকেটে ভদ্রস্থ পারফরম্যান্স করা বোলারকে জায়গা দেওয়ার মত সিদ্ধান্তগুলি থেকে সরে এসে ভারতীয় নির্বাচনদের সাহসী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে তিনি জানিয়েছেন।

তিনি আরও বলেছেন যে এবার ভারতীয় স্কোয়াডে অন্তত তিনজন নতুন ব্যাটারকে এবং নতুন তিনজন ফাস্ট বোলারকে সুযোগ দেওয়া উচিত। এতদিন যে নীতি নিয়ে চলা হয়েছে তাতে যখন সর্বোচ্চ সাফল্য আসেনি তখন ব্যর্থতার ঝুঁকি নিয়ে নতুনদের তৈরি করে নিলে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট লাভবান হবে বলে তিনি মনে করেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর