বিগত ৭ দিনে সস্তা হল সোনা! ১০ গ্রামের জন্য এখন করতে হবে এত খরচ

বাংলা হান্ট ডেস্ক: গত এক সপ্তাহে সোনার দাম (Golf Price) উল্লেখযোগ্যভাবে কমেছে। এমতাবস্থায়, আপনি যদি এই সময়ে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি একটি ভালো সুযোগ পেতে পারেন। জুলাই মাসের শুরুতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল প্রায় ৫৮,০০০ টাকা।

এদিকে, একটা সময়ে ওই দাম বেড়ে গিয়ে ১০ গ্রামের নিরিখে ৬০,০০০ টাকার কাছাকাছি পৌঁছে যায়। যার ফলে রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল সর্বত্র। তবে, এবার সেই দাম কমে তা রয়েছে ৫৯,০০০ টাকার কাছাকাছি। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া নেওয়া যাক বিগত ৭ দিনে সোনার দাম কতটা কমেছে।

সোনার দাম: প্রথমেই জানিয়ে রাখি যে, এর আগের সপ্তাহে গত মঙ্গলবার সোনার দামে পতন পরিলক্ষিত হয়। ওইদিন প্রতি ১০ গ্রাম সোনার দর ছিল ৫৯,২৮২ টাকা। এরপরে ওই সপ্তাহের বুধবারে সোনার দাম ৫৯,৫৪১ টাকায় বন্ধ হয়। এদিকে, গত বৃহস্পতিবার সোনার দাম বেড়ে দাঁড়ায় ৫৯,৭৩৭ টাকায়।

এই বছর দাম কত বৃদ্ধি পেয়েছে: চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালে ডলার ইনডেক্সের শক্তিবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির চ্যালেঞ্জের আবহে সোনার দাম প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে, বিগত সপ্তাহে সোনার দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। সপ্তাহের লেনদেনের শেষদিন অর্থাৎ শুক্রবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৯,৬১০ টাকায় বন্ধ হয়।

রূপোর দর: গত শুক্রবার সকালে রুপোর দাম বেড়েছে। শুক্রবার সন্ধ্যে নাগাদ MCX-এ রুপো ৭৩,৭৪৭ টাকায় বন্ধ হয়েছিল। এদিকে কমেক্সে রুপোর বিশ্বব্যাপী ফিউচার মূল্য শুক্রবার বৃদ্ধি পেয়েছে। ওইদিন সন্ধ্যায় কমেক্সে রূপোর দাম প্রতি আউন্সে ২৪.৫০ ডলারে লেনদেন হয়।

Gold has become cheaper in the last 7 days

শুক্রবার সোনার দাম পতনের সাথে বন্ধ হয়েছে: MCX এক্সচেঞ্জে শুক্রবার সন্ধ্যায় ৫ অক্টোবর, ২০২৩ তারিখে ডেলিভারির জন্য সোনা প্রতি ১০ গ্রামে ৫৯,৪০৩ টাকায় বন্ধ হয়েছে। শুক্রবার সকালে এটি ছিল ৫৯,৫০০ টাকা। এদিকে, ৫ ডিসেম্বর ২০২৩ তারিখে ডেলিভারির জন্য সোনা প্রতি ১০ গ্রামে ৫৯,৭৩৭ টাকায় বন্ধ হয়েছে। যেটি ওইদিন সকালে ছিল ৫৯,৯০০ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর