ফাগুনের শুরুতেই বিয়ের মরশুমে সস্তা হল সোনা! কেনার আগে জেনে নিন সর্বশেষ দর

বাংলা হান্ট ডেস্ক: বিয়ের মরশুমে এবার বড় সুখবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বৃহস্পতিবার সোনার দামে (Gold Price) পতন পরিলক্ষিত হয়েছে। ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (India Bullion and Jewellers Association Limited, IBJA) মতে, ২৪ ক্যারেট সোনার দর প্ৰতি ১০ গ্রামে ৬১,৪৫০ টাকা হয়েছে। এর আগে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৬১,৫৯০ টাকা।

এর পাশাপাশি প্রতি কেজি রুপোর দামও ৬৯,৯০০ টাকায় নেমে এসেছে। এমতাবস্থায়, চলুন জেনে নিই বৃহস্পতিবার ২২,২০,১৮ এবং ১৪ ক্যারেট সোনার দাম ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে?

Gold is cheap during the wedding season

IBJA কর্তৃক প্রকাশিত দাম অনুসারে, ২২ ক্যারেট সোনার দর প্ৰতি ১০ গ্রামে রয়েছে ৫৯,৯৮০ টাকা। পাশাপাশি, ২০ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম হল ৫৪,৬৯০ টাকা। পাশাপাশি, ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হল ৪৯,৭৮০ টাকা এবং ১৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম হল ৩৯,৬৪০ টাকা।

আরও পড়ুন: এবার বাঁচবে কোটি কোটি মানুষের প্রাণ! রাশিয়া তৈরি করল ক্যান্সারের ভ্যাকসিন, জানালেন স্বয়ং পুতিন

আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম: আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম কিছুটা বেড়েছে। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দর ০.১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ২০০৯.৯৫ ডলারে রয়েছে। পাশাপাশি, রুপোর দাম প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২.৬২ ডলারে পৌঁছেছে। জানিয়ে রাখি যে, ফেডের তরফে সুদের হার স্থিতিশীল রাখার পর সোনা ও রুপোর লেনদেন সীমিত পরিসরে হচ্ছে।

আরও পড়ুন: রেলের এই কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের করল মালামাল! মাত্র ৬ মাসেই মিলল ১২৬ শতাংশ রিটার্ন

ফিউচার মার্কেটে সোনা ও রুপোর দাম: ফিউচার মার্কেটে সোনা ও রুপোর দামে বৈপরীত্য দেখা গিয়েছে। জানা গিয়েছে, ৫ এপ্রিল, ২০২৪-এ সোনার কন্ট্রাক্ট দাম প্রতি ১০ গ্রামে সামান্য পতনের সাথে ৬১,৪১১ টাকায় লেনদেন হচ্ছে। পাশাপাশি, ৫ মার্চ, ২০২৪-এ রুপোর কন্ট্রাক্ট দাম ০.৫৩ শতাংশের সামান্য বৃদ্ধির সাথে প্রতি কেজিতে ৭০,৫২৭ টাকায় রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর