মন্দার কারনে বিশ্বব্যাপী আবার কমল সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ পরপর সোনার (Gold) দামে পতন। বিশ্বব্যাপী মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস। চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Cororna Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। ভারতেও থাবা বসিয়েছে করোনা। এর জেরেই বিশ্ব বাজারে তৈরী হয়েছে অর্থনৈতিক মন্দা। যার সাথে পাল্লা দিয়ে চলছে সোনার দামের উত্থান পতন।

simple gold heart necklace designs widescreen hd wallpaper download full free download wallpaper high resolution photos cool images 1157x900 1

বিশ্বব্যাপী সোনার দাম আজ কমেছে। স্পট সোনা 1050 জিএমটি প্রতি আউন্স প্রতি 0.1% কমে 1,589.71 ডলারে এ দাঁড়িয়েছে। পাশাপাশি রূপো প্রতি আউন্স প্রতি 0.9% বৃদ্ধি পেয়ে 14.13 ডলার এবং প্যালাডিয়াম 3.5% বৃদ্ধি পেয়ে ২,২৯৪.২7 ডলারে দাঁড়িয়েছে, যখন প্লাটিনাম ০.২% বেড়ে 718.62 ডলারে দাঁড়িয়েছে

যদিও বিশেষজ্ঞদের মতে, বিশ্ব আর্থিক মন্দা নিয়ে উদ্বেগ এবং করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির একাধিক আর্থিক প্যাকেজের কারণে আন্তর্জাতিক স্তরে সোনার চাহিদা বৃদ্ধি পেয়েছে। যার ফলেই দামের কোনও উল্লেখযোগ্য পতন ঘটেনি। ট্রেন্ড বজায় থাকলে বাড়বে সোনার দামও।

এপ্রিলের জন্য এনডিএর সোনার দাম আন্তর্জাতিক বাজারে লাভের সন্ধানের জন্য ২০ শে মার্চ, প্রতি 10 গ্রামে  40,000 টাকার রেকর্ডের উপরে উঠেছিল।এই সপ্তাহে  রয়টার্সের দ্বারা সমীক্ষিত অর্থনীতিবিদদের মতে, ভাইরাস থেকে অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রভাব আরও ব্যাপক আকার ধারণ করায় বিশ্বব্যাপী অর্থনীতি ইতিমধ্যে মন্দায় রয়েছে।

স্বর্ণ ব্যবসায়ি সহ স্বর্ণ শিল্পীদের অনেকেই লোকসানের মুখে পড়েছে। অনেক স্বর্ণশিল্পীই সোনার কাজ ছেড়ে অন্য কাজের দিনে পাড়ি দিয়ে জীবন ধারনের জন্য।একই সাথে সোনার দাম বেড়ে যাওয়ার কারনে মাথায় হাত মধ্যবিত্তেরও। সামনেই বিয়ের মরশুম। আর ভারতীয় পরিবারে সোনা ছাড়া বিয়ে কল্পনা করাই যায় না।

সম্পর্কিত খবর