সপ্তাহের শুরুতে সোমবারই জেনেনিন সোনা, রূপো, পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) জেরে মানুষ ঘর থেকে না বেরোলেও, সোনা (Gold) রূপোর (Silver) দাম কিন্তু বেড়েই চলেছে। লকডাউন চলছে সমগ্র দেশজুড়ে। নাগরিকদের সুরক্ষার জন্য জারি রয়েছে লকডাউন অবস্থা। এর মধ্যে বন্ধ রয়েছে প্রায় সব দোকান। শুধু খোলা রয়েছে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। বন্ধ রয়েছে সোনা রূপো ব্যবসাও। এই বন্ধ থাকার মধ্যেও ক্রমাগত উর্দ্ধমুখী সোনা রূপোর দাম। আর তাতেই ঘরে থেকেও কিছুটা স্বস্তি পাচ্ছে ব্যবসায়ীরা।

gold 5

মানুষ এখন পরিবারের সঙ্গে বাড়িতে থেকেই করোনা ভাইরাসের প্রসারে বিগ্ন ঘটাচ্ছে। ১৪ ই এপ্রিল অবধি লকডাউনের সিদ্ধান্ত গৃহিত হলেও, এই লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এই সময় বন্ধ রয়েছে সমস্ত বৈদেশিক বাণিজ্য। যার ফলে বন্ধ এখন সোনা রূপোর বাজার। শুধু মাত্র বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস ছাড়া বাকি সব দোকানই এখন বন্ধ। তার মধ্যেও আকাশ ছোঁয়া সোনা রূপোর দাম।

গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪১৭৬০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৭৬ টাকা। তবে আজ কিন্তু সোনার দাম বেশ কিছুটা বেড়েছে। আজ সোনার দাম বেড়ে হয়েছে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪১৭৭০ টাকা এবং ১ গ্রামের দাম হয়েছে ৪১৭৭ টাকা।

২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৪৪৮০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৪৮ টাকা। আর আজ এই দাম কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৪৪৯০ টাকা এং ১ গ্রামের দাম ৪৪৪৯ টাকা।

NP2XS116 1

সোনার দামের পাশাপাশি আজ বেড়েছে রূপোর দামও। গতকাল ১ গ্রাম রূপোর দাম ছিল ৪১.১০ টাকা। আজ তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ গ্রামের দাম ৪১.১৫ টাকা।

পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। এবং রান্নার গ্যাসের দাম রয়েছে ৭৭৪.৫০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর