সুখবর: ভারতে একদিনে করোনা থেকে সুস্থ হলেন ২৯৫৫৭ জন, সুস্থতার হার পৌঁছাল ৬৩.১৮%

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona virus) নিয়ে সারা বিশ্ব উত্তাল। দিনে দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি হানা দিয়েছে মৃতের সংখ্যাও।

এত দুশ্চিন্তার মধ্যে আশার আলো দেখেছে দেশবাসী। ২৪ ঘণ্টায় দেশে সবথেকে বেশী করোনা আক্রান্ত ২৯,৫৫৭ জনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। মোট ৭.৮২ লক্ষ রোগী সুস্থ হয়েছেন। এছাড়াও এখন সুস্থতার হার ৬৩.১৮%। আর করোনা আক্রান্তের ২৪ ঘণ্টায় দেখা গিয়েছে ২.৪১%।

c0481846 wuhan novel coronavirus illustration spl 2

উল্লেখ্য, দেশে করোনা রোগীর সংখ্যা আচমকাই কিছুটা কম হলেও বাংলায় সেই লক্ষণ নেই। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্য়ান অনুযায়ী গত এক দিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ২,২৯১ জন। মৃত্যু হল ৩৯ জনের। এনিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারালেন ১,২২১ জন।

রাজ্যে বাড়ছে সংক্রমণ। সেকথা মাথায় রেখেই  সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে সরকার। এর মধ্যে রাজ্যে একাধিক জায়গায় এলাকাভিত্তিক সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। লক্ষ্যনীয় বিষয় হল এবার গ্রামে গঞ্জে বহু করোনা রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে।

Corona patients UNI 2 scaled 1

সোমবারই রাজ্যের স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, রাজ্যে করোনা রোগীর সংখ্যা বাড়বে। এতে প্যানিক করার কিছু নেই। টেস্টের সংখ্যা বাড়লে রোগীর সংখ্যাও বাড়ে। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী বুধবার পর্যন্ত রাজ্যে স্যাম্পেল টেস্ট হয়েছে ৭,৪৩,৪৬৯টি। রাজ্যের ৫৬টি ল্যাবে ওই টেস্ট চলছে। রাজ্যে কোভিড হাসপাতাল খোলা হয়েছে ৮১টি।

সম্পর্কিত খবর