সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশন পাওয়ার ক্ষেত্রে ফের মিলল সুখবর! সামনে এল নতুন নির্দেশ

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশনের (Free Ration) সুবিধা পান। এমতাবস্থায়, আপনিও যদি রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যের রেশনের সুবিধা গ্রহণ করেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ।

মূলত, কিছু মিডিয়া রিপোর্টে এবং সোশ্যাল মিডিয়ায় (Social Media) সম্প্রতি দাবি করা হয়েছে যে, রেশনের ক্ষেত্রে বৈধ নন এমন কার্ড হোল্ডারদের কাছ থেকে সরকার কার্ডগুলি স্যারেন্ডার করতে বলেছে। এমনকি, যোগ্য নন এমন ব্যক্তিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। পাশাপাশি, তাঁদের জরিমানার প্রসঙ্গটিও সামনে আসে। তবে, এবার এই প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি সামনে এসেছে।

এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি: ইতিমধ্যেই উত্তরপ্রদেশের সরকারের তরফে এহেন গুজবের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। সম্প্রতি, রেশন গ্রাহকদের মধ্যে এই প্রসঙ্গে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুধু তাই নয়, কিছু জেলায় রেশন কার্ড স্যারেন্ডারের ক্ষেত্রে লাইনও পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যে, এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। অর্থাৎ, রেশন কার্ড স্যারেন্ডারের বিষয়টি রীতিমতো একটি গুজব। এমন পরিস্থিতিতে, সরকারের এহেন বক্তব্যের পর স্বস্তি পেয়েছেন লক্ষ লক্ষ রেশন গ্রাহক। ইতিমধ্যেই রাজ্যের খাদ্য কমিশনার নির্দেশ দিয়েছেন যে, যাঁরা এই গুজব ছড়িয়েছেন তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিভ্রান্তিকর রিপোর্ট প্রচার করা হচ্ছে: এই গুজবের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রাজ্যের খাদ্য কমিশনার বলেছেন যে, রেশন কার্ড যাচাই একটি স্বাভাবিক প্রক্রিয়া। সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ে এটি করা হয়। রেশন কার্ড স্যারেন্ডার সম্পর্কিত বিভ্রান্তিকর রিপোর্টের প্রচার করা হচ্ছে। পাশাপাশি এটাও স্পষ্ট যে, সরকার কোনো রেশন পুনরুদ্ধার করবে না।

RATION DISTRIBUTION

নিয়মে কি রয়েছে: মূলত, ঘরোয়া রেশন কার্ডগুলিকে “যোগ্যতা/অযোগ্যতার মানদণ্ড ২০১৪”-র মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। তারপর আর কোনো পরিবর্তন করা হয়নি। এছাড়াও, রেশন কার্ড বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র ২০১১ সালের জনগণনার ভিত্তিতে। এমতাবস্থায়, পাকা বাড়ি, বিদ্যুৎ সংযোগ অথবা একটিমাত্র অস্ত্র লাইসেন্সধারী বা মোটর সাইকেলের মালিক এবং হাঁস-মুরগি/গরু পালনে যুক্ত থাকার ভিত্তিতে রেশন কার্ডহোল্ডারদের অবৈধ ঘোষণা করা যাবে না বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর