ভোডাফোন গ্রাহকদের জন্য সুখবর! আর প্রতি মাসে 35 টাকা রিচার্জ বাধ্যতামূলক নয়

বাংলা হান্ট ডেস্ক : 2018 সালে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশিকা মেনে ভোডাফোন এয়ারটেল আইডিয়া সহ অন্যান্য টেলিকম সংস্থাগুলি প্রতি মাসে ন্যূনতম টক টাইম রিচার্জ করার নিয়ম চালু করেছিল৷ যদিও কোম্পানি বিশেষে রিচার্জ করার মূল্য আলাদা৷ তবে প্রতি মাসে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলেই যদি কোনও গ্রাহক রিচার্জ না করেন সে ক্ষেত্রে গ্রাহকের ইনকামিং ও আউটগোয়িং কল বন্ধ হয়ে যায়৷ এ ক্ষেত্রে ভোডাফোন 35 টাকা প্রতি মাসে গ্রাহকদের রিচার্জ করার নিয়ম বাধ্যতামূলক করেছিল কিন্তু এ বার থেকে সেই নিয়মে লাগাম টানল স্বয়ং ভোডাফোন কর্তৃপক্ষ৷

images 2019 10 31T102636.498

জানা গিয়েছে আর 35 টাকা নয় এ বার মাত্র 20 টাকা রিচার্জ করলেই গ্রাহকরা পরিষেবা পাবেন৷ শুধু তাই নয় ভোডাফোনের তরফ থেকে এ বার 20,30,50 টাকার মতো ফুল টক টাইম ভাউচার গুলি আবারও ফিরিয়ে নিয়ে আসছে৷ অর্থাত্ এ বার মাত্র কুড়ি টাকার রিচার্জ করলেই ভোডাফোন গ্রাহকরা ফুল টক টাইমের পাশাপাশি এক মাস সেটি ব্যবহার করার সুযোগ পাবেন৷ এবং যতবার রিচার্জ করবেন ততবার সিমের ভ্যালিডিটি বেড়ে যাবে৷

সূত্রের খবর জিও নেটওয়ার্কের দৌড়ে যেভাবে অন্যান্য কোম্পানিগুলোর ব্যবসা মুখ থুবড়ে পড়েছে তাতে গ্রাহক টানতে ভোডাফোন এবার নিজেদের নির্দিষ্ট রিচার্জ করার মূল্য অনেকটাই কমিয়ে এনেছে৷ শুধু তাই নয় সম্প্রতি জিও অন্য নেটওয়ার্কে কল করার জন্য যে চার্জের ব্যবস্থা করেছে তার জন্য ভোডাফোন ও এয়ারটেল গ্রাহক টানতে ময়দানে নেমে পড়েছে৷ তাই তো ইতিমধ্যেই একাধিক অফারের সূচনা করেছে ভোডাফোন৷

সম্পর্কিত খবর