জিএসটি সংগ্রহে নয়া রেকর্ড কেন্দ্রের! চলতি অর্থবর্ষে ১৮ লক্ষ কোটি ট্যাক্সে ভরল রাজকোষ

বাংলাহান্ট ডেস্ক: আজ শেষ হচ্ছে ২০২২-২৩ অর্থবর্ষ। আগামীকাল থেকে শুরু হবে নতুন অর্থ বছর। বর্তমান অর্থবর্ষে ফুলে ফেঁপে উঠেছে দেশের রাজকোষ। জিএসটি-র (Goods and Service Tax) শুরুর দিন থেকে আজ অবধি, এই অর্থবর্ষে সবচেয়ে বেশি জিএসটি সংগ্রহ করতে পেরেছে কেন্দ্রীয়। গত ১১ মাসে রেকর্ড এই মর্মে রেকর্ড তৈরি হয়েছে। যদিও চলতি বছরের মার্চ মাসের তথ্য এখনও প্রকাশ করেনি কেন্দ্র। তবে আশা করা হচ্ছে, শীঘ্রই এই তথ্য প্রকাশ করা হবে।

সূত্রের খবর, চলতি অর্থবর্ষে প্রায় ১৮ লক্ষ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। যা জিএসটি লাগু হওয়ার পর থেকেই একটি রেকর্ড। উল্লেখ্য, ২০১৭ সালের ১ জুলাই গোটা ভারত জুড়ে জিএসটি আইন লাগু হয়। সেদিন থেকে আজ অবধি ১৮ লক্ষ কোটি টাকার সংগ্রহ সর্বাধিক। এর আগে এত পরিমাণ অর্থ সংগ্রহ করা যায়নি জিএসটি থেকে। বিগত ছ’বছরের সর্বোচ্চ সংগ্রহ করা সম্ভব হয়েছে এ বছর। 

goods and service tax

অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষের প্রথম ১১ মাসের জিএসটি সংগ্রহ ইতিমধ্যেই ১৬.৬৪ লক্ষ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। এক বছরে ২২.৭ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী, জিএসটি-র সঙ্গে সম্পর্কিত নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিকরা জানিয়েছেন, মার্চের শেষের মধ্যে কমপক্ষে দেড় লক্ষ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব হবে। 

তিনি আরও বলেন, জিএসটি সংগ্রহের তথ্য এখন আসছে। কিন্তু মার্চে গড় মাসিক জিএসটি সংগ্রহ ১.৪৯ লক্ষ কোটি টাকা ছিল। এর ফলে ২০২২-২৩ অর্থবর্ষে মোট জিএসটি সংগ্রহ গিয়ে দাঁড়াবে ১৭.৮৮ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ প্রায় ১৮ লক্ষ কোটি টাকা জিএসটি সংগ্রহ করা সম্ভব হয়েছে এই বছর। এরপর আরও ভাল সংগ্রহের আশা করছেন আধিকারিকরা।  

আপনাকে জানিয়ে রাখি, ২০১৭-১৮ অর্থবর্ষে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল ৭.২ লক্ষ কোটি টাকা। ২০১৮-১৮ অর্থবর্ষে এটি ছিল ১১.৮ লক্ষ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে মোট ১২.২ লক্ষ কোটি টাকা জিএসটি সংগ্রহ করা গিয়েছিল। তারপর ২০২০-২১ অর্থবর্ষে সংগৃহীত হয় ১১.৪ লক্ষ কোটি টাকা জিএসটি। ২০২১-২২ অর্থবর্ষে ১৪.৮ লক্ষ কোটি টাকা জিএসটি পায় কেন্দ্র। তারপর ২০২২-২৩ অর্থবর্ষে নয়া রেকর্ড তৈরি করে জিএসটি সংগ্রহের মূল্য। ১৮ লক্ষ কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছে এই অর্থবর্ষে।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর