গুগল সেলিব্রেট করছে ২৯শে ফেব্রুয়ারি, লিপ ইয়ার এ গুগল ডুডল বদলালো আইকন

বাংলাহান্ট ডেস্কঃ আজ লিপ ডে (Leap Day)  ২০২০ সাল লিপইয়ার (leap year) বছর। এই বছর ফেব্রুয়ারী (February) মাস পড়েছে ২৯ দিনের। তাই এই বছরটিকে ‘লিপইয়ার’ বছর বলা হচ্ছে। লিপইয়ার বছরের এই ২৯ শে ফেব্রুয়ারীকে স্মরণে রাখার জন্য গুগল ডুডল (Google Doodle) নিয়েছে বিশেষ উদ্যোগ। প্রতি লিপইয়ার বছরের এই অতিরিক্ত দিনটি পালন করে গুগল ডুডল।

google

এবছর দিনটি পড়েছে শনিবার। আর দিনটির শুরুতেই গুগল ডুডলের তফর থেকে গুগলের আইকন পরিবর্তন করে নতুন করে ডিজাইন করা হয়েছে। ২০০০ বছর আগে রোমান সম্রাট জুলিয়াস সিজারের মাধ্যমে জুলিয়ান ক্যালেন্ডারের নামকরণ করা হয়।

লিপইয়ার বা অধিবর্ষের ইতিহাসে বলা আছে, অধিবর্ষ বা লিপ ইয়ার হচ্ছে একটি বিশেষ বছর, যাতে সাধারণ বছরের তুলনায় একটি দিন বেশি থাকে। জোতির্বৈজ্ঞানিক বছর বা পৃথিবী যে সময়ে সূর্যের চারপাশে একবার ঘুরে আসে তার উপরই ঋতুর পরিবর্তন ও অন্যান্য মহাজাগতিক ঘটনাবলীর পুনরাবৃত্তি নির্ভর করে। এর সময়কাল হচ্ছে প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। অথচ প্রচলিত গ্রেগরীয় বর্ষপঞ্জি মতে বছর হিসাব করা হয় ৩৬৫ দিনে। এভাবে প্রতিবছর প্রায় ছয় ঘণ্টা সময় গোনার বাইরে থেকে যায় ও চার বছরে সেটা প্রায় এক দিনের সমান হয়। এই ঘাটতি পুষিয়ে নেয়ার জন্য প্রতি চার বছর পরপর ৩৬৬ দিনে বছর হিসাব করে নেওয়া হয়। গ্রেগরীয় বর্ষপঞ্জিমতে, প্রতি চার বছরে একবার ফেব্রুয়ারি মাসে ও বাংলা সন মতে ফাল্গুন মাসে এই অতিরিক্ত ১ দিন যোগ করা হয়। তাই অধিবর্ষে ফেব্রুয়ারি ও ফাল্গুন মাস হয় যথাক্রমে ২৯ ও ৩১ দিনে। যেমন: ২০১২ একটি অধিবর্ষ ও এর ফেব্রুয়ারি মাস হয়েছে ২৯ দিনে। আবার এই বছর অর্থাৎ ২০২০ লিপইয়ার হওয়ার দরুণ এবছর ফেব্রুয়ারী মাস ২৯ দিনের।

লিপইয়ার হিসাব করার নিয়ম হচ্ছে, বছরটিকে ৪ দিয়ে ভাগ দিন। ভাগ করার পর যদি কোন ভাগশেষ থাকে সেটা লিপইয়ার নয়। আর যদি ভাগশেষ না থাকে, তাহলে লিপইয়ার হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর