কোটি কোটি টাকা তুলেছেন দলপতি! নিয়োগ কেলেঙ্কারি কাণ্ডে ফের বিস্ফোরক কুন্তল

বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় আর একটি নতুন নাম গোপাল দলপতি। এই গোপাল দলপতি-ই নাকি সব থেকে প্রধান। সবার হয়েই টাকা নিত সে। কোটি কোটি টাকা তুলেছে এই গোপাল দলপতি। তাপস মণ্ডল (Tapas Mandal) ও নীলাদ্রি ঘোষকে (Niladra Ghosh) অনেক টাকা দিয়েছে। মেডিকেল করতে যাওয়ার আগে এমনই বিস্ফোরক দাবি কুন্তল ঘোষের (Kuntal Ghosh)।

ওদিকে কুন্তল ঘোষের বিরুদ্ধে এবার সামনে এল ঠিকাদারের সঙ্গে জালিয়াতির অভিযোগও। তারকেশ্বরের এক ঠিকাদার শাজাহান খাঁ-এর অভিযোগ, একটি কলেজের পুনর্নির্মাণ কাজের জন্য ৩৫ লক্ষ টাকার চুক্তি হয় কুন্তলের সঙ্গে। সেই চুক্তি অনুযায়ী ৮৫ শতাংশ কাজ হওয়ার পর মেলেনি টাকা। টাকা চাইলেই মিলেছে শুধু হুমকি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতি মধ্যেই গ্রেফতার হয়েছে হুগলির যুব নেতা কুন্তল ঘোষ। কুন্তল ঘোষ গ্রেফতার হতেই মাথায় হাত ঠিকাদার শাজাহান খাঁ-এর।

kuntal 2

হুগলির ধনিয়াখালির ভান্ডারহাটির পর কুন্তল ঘোষের আরও একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের খোঁজ পাওয়া যায় হুগলির ধনিয়াখালির মধুপুর এলাকায়। ২০১৬ সালের আগে এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতেন বহু ছাত্রছাত্রী। যদিও ২০১৬ সালের পর প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। কুন্তল ঘোষের বিরুদ্ধে শাজাহান খাঁ-এর অভিযোগ ২০১৬ সালে কুন্তল ঘোষের সঙ্গে একটি চুক্তি হয় কোর্ট পেপারে। সেখানে সই ও আছে কুন্তল ঘোষের। ২০১৬ সালের জানুয়ারি মাসে প্রশিক্ষণ কেন্দ্রটি পুরোপুরি সম্পূর্ণ করার জন্য কুন্তল ঘোষের সাথে চুক্তি হয় ৩৫ লক্ষ টাকার এবং ৬ দফায় সমস্ত টাকা পরিশোধ করবে কুন্তল ঘোষ তা চুক্তিপত্রে লিপিবদ্ধ করা হয়।

৮৫  শতাংশ কাজ হয়ে যাওয়ার পর মাত্র ১ লক্ষ ৬৫ হাজার টাকা শাজাহান খাঁ-কে দেয় কুন্তল। আর টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেন শাজাহান। ইমারতি দ্রব্যের দোকানে প্রচুর পরিমাণ টাকা দেনা করে কাজ করছিলেন শাজাহান। কিন্তু কুন্তল ঘোষের কাছে বার বার টাকা চাইলেও, টাকা না দিয়ে উলটে কুন্তল ঘোষ তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ সামনে আসছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর