গোষ্ঠ পালের ছেলের দুই চরিত্র, কোন পথে অান্দোলন?

উদয়ন বিশ্বাস, বাংলাHunt : মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে জার্সি বদল ভারতবর্ষের অন্যতম খেলোয়াড় গোষ্ঠ পালের এর সুযোগ্য পুত্র নীলাংশু পাল। গোটা মোহনবাগান শিবির দিশেহারা, কারণ একাধিক সময় বাগানের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় গোষ্ঠ পাল এর সুযোগ্য পুত্র নীলাংশু পালকে কিন্তু সাম্প্রতিক বাংলার দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ২৪ঘন্টার মধ্যে দুজনের দুটি উৎসব হয়ে গেল।mb6

ইস্টবেঙ্গল ক্লাবের ১০০ বছর উপলক্ষে কলকাতা জুড়ে মিছিল করা হয় একটি ছিল কুমোরটুলি থেকে মোহনবাগান তাবু পর্যন্ত। সেখানে ক্যামেরায় ধরা পড়ে গোষ্ঠ পালের ছেলে নীলাংশু পাল জার্সি পড়ে ইস্টবেঙ্গলের মিছিলে হাঁটছেন। তারপর

mohun bagan india zalenna sualchhuak turin khelmualahce37b25319ebf25406006f3272d7f3a3এই ছবিটি মোহনবাগান সমর্থকরা ও কর্মকর্তারা ছবিটি ভাইরাল করেন।

কাল মোহনবাগান ক্লাবের বার্ষিক অনুষ্ঠান সেখানে চাঁদেরহাট থাকলেও উপস্থিত ছিলেন না গোষ্ঠ পালের সুযোগ্য পুত্র নীলাংশু পাল ও তার পরিবার। তিনি তার বাবার মূর্তির সামনে ময়দানে অবস্থান বিক্ষোভে বসেন এবং তার পরিবার তার সাথে ছিলেন বলে জানিয়েছেন।

716b3ff0 06ac 4357 9123 eef7f829258dতার বাবার যে পদক মোহনবাগান ক্লাবে ছিল তা কোথায় আছে জানা যায়নি? সেই পদক ফেরানোর দাবিতে গতকাল গোষ্ঠ পালের মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ করা হয় কিন্তু এই কর্মকাণ্ডে মোহনবাগান সমর্থকরা তারা কটাক্ষ করস হয়।

মোহনবাগান সমর্থক দাবি করতে সেই মোহনবাগান সমর্থক হয়ে কি করে কোন দলের সমর্থক করে।এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান ও ইস্টবেঙ্গল এর দুই রূপ দেখে স্তম্ভিত গোটা ফুটবল প্রেমী মানুষ। নীলাংশু পাল এখন কোন দিকের? কোন দলের? প্রশ্ন উঠতে শুরু করেছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর