মহাদেবের নামে নোংরামি! ঈশান-গৌরীর বেডসিন দেখে উঠল সিরিয়াল বয়কটের ডাক

বাংলাহান্ট ডেস্ক: দর্শক টানতে প্রায় অবাস্তব রকমের টুইস্ট দেখিয়ে, কূটকাচালি শিখিয়ে দর্শকদের একাংশের বিরাগভাজন হয়েছে বেশিরভাগ সিরিয়াল (Bengali Serial)। উপরন্তু এখন সিনেমার মতো ধীরে ধীরে সাবালক হচ্ছে ধারাবাহিকগুলিও। সমস্তটা খুল্লমখুল্লা না হলেও প্রায়শই উঁকি দিচ্ছে ঘনিষ্ঠ দৃশ্য। এ নিয়ে ইদানিং উষ্মাও প্রকাশ করতে দেখা যাচ্ছে কিছু দর্শককে। কিন্তু ‘গৌরী এলো’র (Gouri Elo) সাম্প্রতিক পর্ব ধৈর্য্যের বাঁধ ভেঙে দিয়েছে তাদের।

জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে গৌরী এলো অন্যতম। সম্প্রতি এক বছর পূর্ণ করেছে সিরিয়ালটি। শুরু থেকেই ভাল টিআরপি তুলেছে গৌরী এলো। ভক্তির মিশেলে ফ্যামিলি ড্রামাটি প্রতি সপ্তাহে সেরা পাঁচের মধ্যে থাকে। সিরিয়ালের গল্প অনুযায়ী, গ্রামের মেয়ে গৌরীকে বিয়ে করে ঘোষাল বাড়িতে নিয়ে আসে ডাক্তার ঈশান। সে চরম নাস্তিক হলেও গৌরী খুবই ঈশ্বরভক্ত।

gouri elo baahubali

এদিকে গল্প যত এগোয় তত জানা যায়, শুধু গৌরীই যে দেবীর অংশ তাই নয়, ঈশানও স্বয়ং মহাদেবের অংশ। আর ঘোষাল বাড়িতে কথিত আছে, যেদিন মহাদেব এবং দেবীর অংশ মিলিত হবে সেদিন ঘোমটা কালির ঘোমটা খসে যাবে। একথা বুঝতে পেরে কুটিল ছোটদাদু তাই প্রতিবার ঈশান গৌরীর কাছাকাছি আসা বানচাল করে দেন কোনো না কোনো ভাবে।

কিন্তু সাম্প্রতিক পর্বে দেখা যায়, অনেকদিনের মান অভিমান কাটিয়ে গৌরীকে কাছে টেনে নিয়েছে ঈশান। নায়ক নায়িকার ‘অতিরিক্ত’ অন্তরঙ্গ দৃশ্য দেখে অস্বস্তিতে দর্শকরা, অনেকেই ক্ষুব্ধ। এমন দৃশ্য দেখালে পরিবারের সঙ্গে বসে দেখাটা চাপ হয়ে যায়, বক্তব্য কয়েকজনের। কেউ প্রশ্ন তুলেছেন নায়ক নায়িকার বয়সের অন্তর নিয়ে। ঈশান ওরফে বিশ্বরূপ নিজেই বলেছিলেন, মোহনা তাঁর থেকে বয়সে অনেক ছোট। এখনো স্কুলের গণ্ডিও পেরোয়নি সে। এই বয়সেই এ ধরণের দৃশ্যে অভিনয় ভাল চোখে দেখেননি অনেকে।

gouri elo

gouri elo troll

বিশেষ করে দেবদেবীদের নিয়ে ছেলেখেলার অভিযোগ তুলেছেন অনেকে। ঘনিষ্ঠ দৃশ্যের মাঝেই ঈশানের খোলা পিঠে ত্রিশূল চিহ্ন দেখতে পায় গৌরীকে। বিষয়টা নিয়ে চটেছেন দর্শকরা। মহাদেবকে নিয়ে নোংরামি বন্ধ হোক, নয়তো সিরিয়াল বয়কট করা হবে, সাফ জানিয়ে দিয়েছেন তারা। এমন বিপদে অবশ্য আগেও পড়েছে গৌরী এলো সিরিয়ালটি। তবে নির্মাতাদের তরফে কোনো উত্তর যেমন আসেনি, তেমনি টিআরপিও কমেনি গৌরী এলোর।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর