সময় থাকতে করে নিন এই কাজ, নাহলে ৩০ জুনের পর ইনভ্যালিড হয়ে যাবে আপনার PAN কার্ড

বাংলা হান্ট ডেস্কঃ আপনি কি আপনার PAN CARD এবং AADHAR CARD লিঙ্ক করিয়েছেন? কেন্দ্র সরকারের নয়া আইন অনুযায়ী প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা অত্যন্ত জরুরি। এর জন্যই একাধিকবার সময় বাড়িয়েছে কেন্দ্র সরকার। কিন্তু যদি আপনি এখনো লিঙ্ক করিয়ে না থাকেন সে ক্ষেত্রে ৩০ জুনের মধ্যে অবশ্যই এই কাজটি সেরে ফেলুন। না হলে আপনাকে পড়তে হতে পারে অনেকগুলি বিপদে। একদিকে যেমন ইনকাম ট্যাক্স দপ্তর থেকে বাতিল করা হতে পারে আপনার প্যান কার্ড, অন্যদিকে এই বাতিল হওয়া প্যান কার্ড কোনো ট্রানজাকশনের জন্য ব্যবহার করলে ১৯১১ আয়কর আইন অনুসারে, আপনাকে জরিমানা দিতে হতে পারে প্রায় দশ হাজার টাকা।

কেন্দ্র সরকার কোভিডের কারণে লিঙ্ক করানোর সময় এর আগেও একাধিকবার বাড়িয়েছে। তবে এবার জানানো হয়েছে ৩০ জুন পর্যন্তই রয়েছে শেষ সময়। এরপর আর এই সময় বাড়াবেনা কেন্দ্র সরকার। এর মধ্যে লিঙ্ক না করালে আপনার প্যান কার্ড বাতিল তো হবেই, অনলাইন অফলাইন কোনরকম ট্রানজ্যাকশনের ক্ষেত্রে প্যান নম্বর ব্যবহার করতে পারবেন না আপনি। শুধু তাই নয়, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলেও আপনাকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে। এনআরআই বা প্রবাসী ভারতীয়দের ক্ষেত্রে এই নিয়ম লাগু না হলেও কোনরকম বড় লেনদেনের জন্য আধার নম্বর বাধ্যতামূলক। সেক্ষেত্রে তারাও আবেদনের যোগ্য। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা অত্যন্ত সহজ। এর জন্য বাড়িতে বসেও কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে আপনি প্যান নম্বর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করাতে পারেন।

AadharandPANCARD

দেখে নিন কয়েকটি সহজ ধাপঃ

১. ই ফাইলিং পোর্টালের মাধ্যমে অনলাইনে ১২ অংকের আধার নম্বরের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করাতে পারেন আপনি। তবে মনে রাখবেন, খুবই সাবধানে প্যান নম্বর এবং আধার নম্বর লিখবেন। কোন ভুল হলে আপনাকে আইনি সমস্যায় পড়তে হতে পারে।

২.এছাড়া নির্দিষ্ট পদ্ধতি মেনে ১২ অংকের আধার নম্বর এবং ১০ অংকের প্যান নম্বর ৫৬৭৬৭৮ এই নম্বরে এসএমএসও করতে পারেন। এতেও আপনার প্যান এবং আধার কার্ড লিঙ্ক করে দেওয়া হবে।

৩. যদি অনলাইনে প্যান এবং আধার কার্ড লিঙ্ক করতে কোন সমস্যা হয় তবে আপনি এনএসডিএল এবং ইউটিআইটিএসএল এর প্যান পরিষেবা কেন্দ্রগুলি থেকে অফলাইনেও লিঙ্ক করতে পারেন।

How to link PAN Card with Aadhaar Card TechObserver

তবে মনে রাখবেন, আগামী ৩০ জুন প্যান এবং আধার লিঙ্ক করার শেষ দিন। এই তারিখের মধ্যে অবশ্যই কাজটি আপনাকে করে ফেলতে হবে। একসঙ্গে দুটি প্যান কার্ড ব্যবহার করা অপরাধের মধ্যে পড়ে। সেক্ষেত্রেও আপনাকে জরিমানার মুখে পড়তে হতে পারে। যদিও প্যান কার্ড বাতিল হয়ে গেলে আপনি আবেদন করে আবার তা ফিরে পেতে পারেন।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর