অবশেষে বাংলায় লোকাল ট্রেন চালানোর অনুমতি দিল সরকার, তবে রাখল কিছু গুরুত্বপূর্ণ শর্ত

বাংলাহান্ট ডেস্কঃ এবার লোকাল ট্রেন (local train) চালাতে অনুমতি দিল রাজ্য সরকার। তবে এখনও পুরোপুরি না হলেও, ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর অনুমতি দিল নবান্ন। আগামী ৩১ শে অক্টোবর থেকেই পুরোমাত্রায় লোকাল ট্রেন চলতে পারে বলে জানিয়ে দিয়েছে নবান্ন।

আগামী ১৬ ই নভেম্বর থেকে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়ার পর এবার লোকাল ট্রেন চালানোর ঘোষণা করল নবান্ন। করোনা বিষয়ক যে বিধি নিষেধের মেয়াদ জারি করা হয়েছিল আগামী ৩০ শে অক্টোবর পর্যন্ত, তা শেষ হয়ে গেলেই আগামী ৩১ শে অক্টোবর থেকেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানো হবে লোকাল ট্রেন- এমনটা জানা গিয়েছে।

1606313163 5fbe64cbb41d7 train local 1

করোনার দ্বিতীয় ঢেউ ওঠার পর থেকেই রাজ্যে লোকাল ট্রেন বন্ধ রাখার কথা বলেছিল নবান্ন। তারপর থেকে এখনও অবধি রাজ্য সরকার লোকাল ট্রেন চালানোর জন্য অনুমতি দেয় নি। কিন্তু এরই মধ্যে কিছু স্টাফ পেশাল ট্রেন চালিয়েছিল রেল কর্তৃপক্ষ। আর তাতেই যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ার কারণে, বাড়ানো হয়েছিল ট্রেনের সংখ্যাও।

তবে এবার স্কুল কলেজ খোলার কথা ঘোষণা করার পর লোকাল ট্রেন চালানোর বিষয়ে মত দিল রাজ্য সরকার। আশা করা যাচ্ছে, এবার অফিস টাইমে কিছুটা হলেও কম সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদের। প্রসঙ্গত, স্বাভাবিক সময়ে ৯২০ টি ট্রেন চলত শিয়ালদহ শাখায় এবং হাওড়া শাখায় চলত ৪৮৮ টি ট্রেন। সেখানে বর্তমান সময়ে শিয়ালদহ শাখায় চলছিল ৬১০ টি স্পেশাল ট্রেন এবং হাওড়া শাখায় চলছিল ২৫০ টি ট্রেন। এবার সেই ট্রেনের পরিমাণ কিছুটা বাড়তে চলেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর