লাগবে না এক টাকাও, রেশন কার্ড থাকলে বিনামূল্যে ৩টি LPG সিলিন্ডার দেবে সরকার! এভাবে নিন ফায়দা

বাংলাহান্ট ডেস্ক : রেশন কার্ডধারীদের জন্য একটি দুর্দান্ত খবর রয়েছে। আপনারও যদি রেশন কার্ড (Ration Card) থাকে, তাহলে এখন আপনি সরকারের কাছ থেকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন। এবার উৎসবের মরশুমে সরকারের এই সুবিধা নিতে পারবেন। আসুন আপনাদের বলি কারা এই সরকারি সুবিধা নিতে পারবেন।

এই অসাধারণ সুবিধাটি উত্তরাখণ্ড সরকার রেশন কার্ডধারীদের দিচ্ছে। আপনিও যদি উত্তরাখণ্ডে থাকেন, তাহলে আপনি রেশন কার্ডের মাধ্যমে বছরে ৩টি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে পারেন।

শুধুমাত্র যোগ্য কার্ডধারীরাই সুবিধা পাবেন:

2022-23 আর্থিক বছরে, অন্ত্যোদয় রেশন কার্ডধারীদের তিনটি গ্যাস সিলিন্ডার রিফিল করার জন্য একটি পয়সাও দিতে হবে না৷ শুধুমাত্র যোগ্য অন্ত্যোদয় রেশন কার্ডধারীরাই রাজ্য সরকারের এই সুবিধা পাবেন।

প্রতি বছর 3টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে পাওয়ার যোগ্যতা:
>> সুবিধাভোগীর জন্য উত্তরাখণ্ডের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক৷
>> এছাড়াও যোগ্য সুবিধাভোগীকে অন্ত্যোদয় রেশন কার্ডধারী হতে হবে।
>> অন্ত্যোদয় রেশন কার্ডের সঙ্গে গ্যাস সংযোগ কার্ড লিঙ্ক করতে হবে।

উত্তরাখণ্ড সরকার জানিয়েছে যে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে কার্ডধারীদের প্রথম সিলিন্ডার দেওয়া হবে। এছাড়াও, দ্বিতীয় সিলিন্ডারটি আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় সিলিন্ডারটি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে পাওয়া যাবে।

IMG 20211124 181255

কারা সুবিধা পাবেন না:

অন্ত্যোদয় ভোক্তারা যদি গ্যাস এজেন্সির সাথে তাদের গ্যাস সংযোগ না করান তাহলে তারা সুবিধা থেকে বঞ্চিত হবেন। উত্তরাখণ্ড সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় 2 লক্ষ অন্ত্যোদয় কার্ডধারী উপকৃত হবেন। এই স্কিমের জন্য মোট 55 কোটি টাকা খরচ হবে জানা গেছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর