অভিষেকের বিরুদ্ধে মুখ্যসচিবকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ, সময়ও বেঁধে দিলেন রাজ্যপাল

বাংলাহান্ট ডেস্ক : গত শনিবার হলদিয়ার একটি জনসভা থেকে বিচারপতিদের একাংশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বাগডোগরা বিমানবন্দর থেকেই এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার জবাবে অভিষেকও ট্যুইটও করেন। আজ, সোমবার দার্জিলিং থেকে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে মুখ্যসচিবকে রাজ্যপাল নির্দেশ দিয়েছেন, ‌আগামী ৬ জুনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ করতেই হবে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল মনে করেন, একজন জনপ্রতিনিধি বিচার ব্যবস্থা নিয়ে এমন মন্তব্য করলে, তাকে কোনওভাবেই উপেক্ষা করা যায় না। রাজ্যপাল ৬ জুনের মধ্যেই ব্যবস্থা নিতে বলেছেন। তারিখ উল্লেখ করে সময় বেঁধে দেওয়ায় রীতিমতো শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।

https://twitter.com/jdhankhar1/status/1531174244734107649

সেদিন ঠিক কী বলেছিলেন অভিষেক?‌ শনিবার হলদিয়ার শ্রমিক সমাবেশ থেকে অভিষেক বলেন, ‘আমার বলতেও লজ্জা লাগে, বিচারব্যবস্থা একজন–দু’‌জন আছেন যাঁরা ষড়যন্ত্র করে কাজ করছেন। তল্পিবাহক হিসাবে কাজ করছেন। কিছু হলেই সিবিআই করে দিচ্ছেন। খুনের মামলায় স্থগিতাদেশ দিয়ে দিচ্ছেন। ভাবতে পারেন‌!‌ আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতেই পারেন, কিন্তু স্থগিতাদেশ দিতে পারেন না।’

রাজ্যপাল ঠিক কী বলেন এই মন্তব্যের জবাবে?‌ রবিবার রাজ্যপাল এই ইস্যুতে বলেছিলেন, ‘‌এসএসসি মামলায় সিবিআই নির্দেশ দিয়েছেন যে বিচারপতি তাঁকে আক্রমণ করা অত্যন্ত নিন্দনীয় অপরাধ। একজন সাংসদ যাবতীয় সীমা ছাড়িয়ে গেছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানকে বেনজিরভাবে আক্রমণ করছেন। মুখ্যসচিবকে বলছি, অবিলম্বে পদক্ষেপ করুন।’‌ পাল্টা অভিষেকও বলেন তিনি এক শতাংশ বিচারপতির কথা বলেছিলেন। কারা লাল রেখা অতিক্রম করছেন সেটা সবাই দেখছেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর