শিক্ষা থেকে সংস্কৃতি সব দিক থেকে এগিয়ে বাংলা,আরএসএসের অনুষ্ঠানে রাজ্যের প্রশংসায় রাজ্যপাল

বাংলা হান্ট ডেস্ক : বাংলায় খুন আন্তর্জাতিক দরবারে স্থান পেয়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী এখন বিশ্বশ্রী৷ তাই রাজ্যের মাথায় উঠেছে আন্তর্জাতিক পালক৷ তাই এ বার বাংলার প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ তাই শুক্রবার সন্ধে শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে আরএসএসের নিবেদিতা মিশন ট্রাস্টের অনুষ্ঠানে এসে রাজ্যের শিক্ষা সংস্কৃতি নিয়ে ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল৷ যদিও রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে ক্রমশ ঠান্ডা যুদ্ধ প্রকাশ্যে এসেছে৷215229 jagdeep

প্রথমত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার না জানিয়ে রাজ্যপাল নির্বাচিত হয়েছিলেন৷ তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে যাওয়ায় রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোমালিন্য সকলেরই জানা৷ তাই তো রাজ্যপালের নিরাপত্তায় আধা সেনা মোতায়েনের ক্ষেত্রে নবান্নের তরফ থেকে আপত্তি জানানো হয়েছিল আর এর পর থেকেই রাজ্য প্রধানের সঙ্গে রাজ্যপালের সংঘাত চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে৷ যদিও এখানেই শেষ নয় কয়েকদিন আগে উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং শিলিগুড়ির রাজ্যপালের সঙ্গে প্রশাসনিক বৈঠকে জেলার আধিকারিকরা উপস্থিত না থাকার কারণেই সমস্যা আরও বেড়ে গিয়েছিল৷

আর এতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরোক্ষভাবে হলেও দুষেছেন জগ দীপ ধনকর৷ তাই এদিনের অনুষ্ঠানে সে বিষয়ে তেমনটা কিছু না বললেও বাংলার একাধিক উন্নয়নের বিষয়ে কথা বলেছেন তিনি, শুধু বাংলাই নয় ভারতের উন্নয়ন নিয়েও বলতে শোনা গিয়েছে তাঁকে৷ পাশাপাশি ভারতের মধ্যে বাংলা যে সর্বক্ষেত্রে উন্নত সে বিষয়ে জানান তিনি৷

সম্পর্কিত খবর