আসামে পালিয়ে যাওয়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যাবেন রাজ্যপাল

বাংলা হান্ট ডেস্কঃ ২ মে প্রকাশিত হয়েছে বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার রাজ্যের মসনদে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বিপুল জয়ের আনন্দের মধ্যেও শুরু থেকেই গলার কাঁটার মত খচখচ করেছে একের পর এক ভোট পরবর্তী হিংসার সংবাদ। ফল প্রকাশের পরেই বাংলা জুড়ে বেশকিছুদিন রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল-বিজেপি সংঘর্ষে প্রাণ হারাতে হয় প্রায় কুড়ি জন রাজনৈতিক কর্মীকে। এরই মাঝে প্রাণ বাঁচাতে অনেকেই আশ্রয় নেন পার্শ্ববর্তী রাজ্য আসামে।

আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে চূড়ান্ত আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। টুইটারে তিনি লেখেন, “খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে ৩০০-৪০০ জন বিজেপি কার্যকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ধুবরি প্রান্ত দিয়ে বাংলা ছেড়ে আসামি পালিয়ে এসেছেন। আতঙ্কের শিহরিত হয়ে রয়েছেন তারা। আমরা তাদের খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করেছি।মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত দায়িত্ব নিয়ে বঙ্গে গণতন্ত্রের নামে চলতে থাকা এই ভয়ানক হিংসা-নৃত্য বন্ধ করা।” হিমন্তের টুইট নিয়ে সে সময় পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছিল তৃণমূলও। তবে বাংলায় ভোট পরবর্তী পরিস্থিতি যে রীতিমতো উত্তেজনা সৃষ্টি করেছিল তা বলাই বাহুল্য।

বঙ্গে বিজেপি কর্মীদের উপর আক্রমণ নিয়ে শুরু থেকেই সরকারের উপর সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকরও। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে তাকে বোন বলে সম্বোধন করে রাজ্যে হিংসা বন্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। এরপরের একাধিকবার ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীর উপর অভিযোগের তীর বর্ষণ করেছেন রাজ্যপাল। তিনি এ অভিযোগ করেছিলেন যে, আক্রান্তদের সাথে কথা বলতে চান তিনি। কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে অবশ্য বিএসএফের হেলিকপ্টারে আগামীকালই কোচবিহারের শীতলকুচি রওনা দিচ্ছেন রাজ্যপাল। সেখানে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন তিনি।

মঙ্গলবার নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করে একথা জানানোর পর আজ ফের একবার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জগদীপ ধনকর। টুইটে জানালেন, শুধু কোচবিহার নয়, আসামে পালিয়ে যাওয়া আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গেও দেখা করতে যাবেন তিনি। আজ বিকেল পাঁচটার সময় তার টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় অসমের রং গোপালী এবং শ্রীরামপুরের উদ্বাস্তু শিবিরগুলিতে যাবেন এবং পশ্চিমবঙ্গের হিংসায় ঘর ছেড়ে আসামে আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে দেখা করবেন।”

https://twitter.com/jdhankhar1/status/1392442177075122182?s=19

অর্থাৎ আগামীকাল কোচবিহার থেকে ফেরার পর শুক্রবার ৯ টা ৪৫ মিনিটে আসামের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। অন্যদিকে তার এই কোচবিহার যাত্রা নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল নেতা উদয়ন গুহ। তিনি বলেন, রাজ্যপাল মহোদয় ভুলেই গেছেন আমি অ্যাপেলোতে ভর্তি। বিজেপির হাতে আক্রান্ত আমাকে দেখতে দিনহাটা যাচ্ছেন উনি। সবমিলিয়ে আক্রমণ প্রতিআক্রমণে এই মুহূর্তে বেশ উত্তপ্ত রাজ্য রাজনীতি। এখন রাজ্যপালের এই কোচবিহার এবং আসাম সফর কতপানি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে সেদিকেই তাকিয়ে থাকবেন সকলে।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর