করোনা আবহে মানুষকে সচেতন করতে মাঠে নামল গ্রুভস ব্যান্ড, গানের মধ্যে স্যালুট জানাল করোনা যোদ্ধাদের

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (covid-19), শব্দটি শুনলেই মুহূর্তের মধ্যেই আতঙ্কিত হয়ে পড়ছেন মানুষজন। মাত্র ২ বছর আগেও যে শব্দটির সঙ্গে বিশ্বের কেউই পরিচিত ছিলেন না, আজ সেই শব্দটি মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করেছে। করোনা ভাইরাস এমন একটি রোগ, যা বহুবছর পর আবারও গোটা পৃথিবীতে মহামারি সৃষ্টি করেছে। গত ১ বছরেরও বেশি সময় ধরে স্বজন হারা কান্নার রোল উঠেছে গোটা পৃথিবীতেই।

২০১৯ সালে চীনে এই ভাইরাসের উৎপত্তি হয়। প্রথম পর্বে যখন চীন এবং একদিকে বিশ্বের তাবড় তাবড় দেশসমূহতে মৃত্যু মিছিল চলছিল, তখন আতঙ্কে দিন কাটাচ্ছিল ভারতবাসী। এরপর ২০২০ সালে ভারতেও হানা দেই এই ভাইরাস। অন্যান্য দেশের মতই ভেঙে পড়ে স্বাস্থ্য পরিকাঠামো। এখানেও উঠল স্বজন হারা কান্নার রোল। জারী হল লকডাউন। সঙ্গী হল মাস্ক, স্যানেটাইজার, বাধ্যতামূলক হল সামাজিক দূরত্ব।

1606346995 5fbee8f37fd52 image

ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে করোনার প্রথম পর্ব পার করলেও, মানুষের যেন এখনও হুশ ফেরেনি, রয়েছে সচেতনতার অভাব। বিশ্বের অন্যান্য দেশের মত, আবারও ভারতে আছড়ে পড়ল করোনার দ্বিতীয় ঢেউ। এবারেও একই চিত্র ফুটে উঠল সর্বত্রই। দিনরাত এক করে রোগী সেবায় নিয়োজিত রয়েছেন চিকিৎসকরা। আবারও জারী হল লকডাউন। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ এখনও অসেচতন।

https://www.youtube.com/watch?v=_UTluzSpiGg

এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে, মানুষের পাশে দাঁড়াতে মাঠে নেমে পড়ল ‘গ্রুভস ব্যান্ড’ (Grooves band)। রাতারাতি একটি গান তৈরি করে, সেই গানকেই হাতিয়ার করে এগিয়ে গেল কলকাতার এই বিখ্যাত ব্যান্ড। গানের মাধ্যমেই মানুষের কাছে পৌঁছে দিল করোনা সচেতনতার বার্তা। শুধু তাই নয়, সেইসঙ্গে স্যালুট জানাল সারা পৃথিবীর চিকিৎসক ও পুলিশকর্মী এবং সমস্ত স্বাস্থ্যকর্মীদের। ‘সারা বিশ্বের বুকে আজ এটাই যন্ত্রণা’- এই গানের মধ্য দিয়েই তাঁরা পৌঁছে দিল সচেতনতার বার্তা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর