গুজরাত এটিএসের অভাবনীয় সাফল্য, কলকাতা বন্দর উদ্ধার ২০০ কোটি টাকার হেরোইন

বাংলাহান্ট ডেস্ক : গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখার (এটিএস) বড়ো সাফল্য। কলকাতা বন্দরে ‘ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স’-এর সাথে যৌথ অভিযানে ৪০ কিলো গ্রাম হেরোইন উদ্ধার করলো তারা। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা বন্দরে মাদক অভিযান চালায় গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা। সেখানেই প্রায় ২০০ কোটি টাকা বাজার মূল্যের ৪০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করেছে তারা।

সূত্র মারফত খবর অনুযায়ী, কলকাতা বন্দরের মাধ্যমে এই বিপুল পরিমাণ হেরোইন পাচার হচ্ছিল। সেই পাচারের খবর পেয়েই কলকাতা বন্দরে হানা দেয় তদন্তকারীরা। একটি জাহাজকে সন্দেহ হওয়ায় সেখানে তল্লাশি চালানো হয়। আরব থেকে আসা ওই জাহাজটি কলকাতা বন্দরে নোঙর ফেলে।৭ হাজার টন মেটাল পার্টস ভর্তি ওই জাহাজে তল্লাশি চালিয়ে বেশ কিছু বড়ো বাক্স নজরে আসে গোয়েন্দাদের।সেখানে থেকেই ৩৯.৫ কিলোগ্রাম মাদক উদ্ধার করেন তদন্তকারীরা।

যদিও কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে এই অভিযানের বিষয় গুজরাট পুলিশ তাদের কিছুই জানায়নি। কিন্তু পরবর্তীতে এই অভিযানের সত্যতা সম্পর্কে মান্যতা দেয় কলকাতা পুলিশও। তদন্তকারীরা গোপন সূত্র মারফত খবর পেয়ে কলকাতা বন্দরে অভিযান চালায়। তাদের ধারণা এখান থেকে অন্য দেশে মাদকগুলি পাচার করার পরিকল্পনা ছিল পাচারকারীদের। হেরোইন উদ্ধারের পর ওই জায়গায় বিপুল পরিমাণ কেন্দ্রীয় জওয়ান মোতায়েন করা হয়েছে।jpg 20220910 144942 0000

গুজরাট পুলিশের সূত্র অনুযায়ী, এই মাদক পাচারের খবর প্রথম তারা পায়। তারপর দিল্লি পুলিশ ও পাঞ্জাব পুলিশের সাথে বিষয়টি নিয়ে তারা কথা বলে।এরপর তারা জানতে পারে এই জাহাজটি এসেছে সংযুক্ত আরব আমিরশাহী থেকে। গোপন সূত্র মারফত খবর পেয়ে অবশেষে গুজরাট পুলিশের এটিএস কলকাতা বন্দর থেকে উদ্ধার করে এই বিপুল পরিমাণ মাদক।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর