করোনা আক্রান্ত হলেন ধর্ষণে সাজাপ্রাপ্ত রাম রহিম, দেখতে হাসপাতালে পৌঁছলেন হানিপ্রীত

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (covid-19) আক্রান্ত হলেন ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং (Gurmeet Ram Rahim)। ২০১৭ সালের ২৫ শে আগস্ট ধর্ষণ ও হত্যার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছিলেন এই ধর্মগুরু। কিছুদিন ধরেই অসুস্থ থাকার পর রবিবার তাকে গুরগাঁওয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে করোনা পরীক্ষা করতেই রিপোর্ট পজেটিভ আসে।

ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম সিংকে ২০ বছরের সাজা শোনায় আদালত। হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলেই বন্দী ছিলেন ৫৩ বছরের এই ধর্মগুরু। কিন্তু বেশ কিছু দিন ধরে তাঁর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এরপর ৩ রা জুন তাঁর পেটে ব্যাথা হওয়ায় রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু পরীক্ষা করলেও, তিনি করোনা টেস্ট করাতে চাননি।

Ram Rahim

অবশেষে রবিবার পুলিশি পাহারার মধ্যে দিয়ে তাঁকে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর করোনা পরীক্ষা করায়, রিপোর্ট পজেটিভ আসে। সুনারিয়া জেলের সুপারিটেন্ডেন্ট জানিয়েছেন, এখনও আরও কয়েকটি পরীক্ষা করানোর প্রয়োজন রয়েছে রাম রহিমের।

gurmeet ram rahim

ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান তাঁর পালিতা কন্যা হানিপ্রীত ইনসান। একসময় তাঁদের সম্পর্ক নিয়েও অনেক কথা উঠেছিল। পাশাপাশি রাম রহিমের কাজের সঙ্গে তাঁর মেয়ে যুক্ত ছিল বলেও, অভিযোগ উঠেছিল। প্রসঙ্গত, জানা গিয়েছে কিছুদিন আগেই রক্তচাপের সমস্যা হওয়ায় হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল রাম রহিমকে। এছাড়াও, তাঁর অসুস্থ মাকে দেখার জন্য কিছুদিন আগেই তাঁকে সাময়িক ছুটিও দেওয়া হয়েছিল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর