পথদুর্ঘটনায় মারা গেছেন পলাতক খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নু? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি, খালিস্তানি (Khalistani) সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জর এবং পরমজিৎ সিং পাঞ্জওয়ারকে হত্যা এবং ব্রিটেনে অবতার সিং খান্দার সন্দেহজনক মৃত্যুর পরে, আতঙ্ক ছড়ায় সন্ত্রাসবাদীদের মধ্যে। তারা আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও পাকিস্তানসহ একাধিক দেশে গা-ঢাকা দেয়। তাদের মধ্যে অন্যতম গুরপতবন্ত সিং পান্নু (Gurpatwant Singh Pannu)। সেই পান্নুই আজ পথ দুর্ঘটনায় মারা গেছে বলে জানা যাচ্ছে।

আমেরিকা বসবাসকারী গুরপতবন্ত সিং পান্নু, তার ঘনিষ্ঠ বন্ধু হরদীপ সিং নিজ্জার হত্যার পরই বিগত বেশ কিছু দিন ধরে আত্মগোপনে করে। ১৮ জুন কানাডার সারেতে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে নিহত হয় নিজ্জার। নিজ্জার খালিস্তান টাইগার ফোর্সের ( KTF) নেতৃত্ব দিত। ২০১৯ সালে গুরপতবন্ত সিং পান্নুর সাথে হাত মেলায় নিজ্জার।

khalistan

তারপরে তাকে ২০২০ সালে কানাডায় গণভোট প্রচার চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। কানাডায় পান্নু শিখ ফর জাস্টিসের মুখ। তিনি সারে এবং ভ্যাঙ্কুভারে বেশ কয়েকটি বিক্ষোভ এবং গাড়ি সমাবেশের আয়োজন করেছিলেন। বিশেষ সূত্রে খবর, নিজ্জরের মৃত্যুর পর গুরপতবন্ত সিং পান্নু তার প্রচারণা বন্ধ করে দিয়েছেন। প্রসঙ্গত, নিজ্জর হত্যার পর কানাডায় বিক্ষোভ হয়, যেখানে খালিস্তানপন্থী ভারত-বিরোধী স্লোগান ওঠে।

ভারত সরকারের (Indian Government) মোস্ট ওয়ান্টেডের তালিকায় থাকা খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যু হয়েছে। কানাডার সারে-তে গুলি করে তাকে হত্যা করা হয়। কানাডার খালিস্তান টাইগার ফোর্স (KTF)-এর প্রধান ছিল মৃত খালিস্তানি জঙ্গি। ২০২২ সালে পঞ্জাবের জলন্ধরে একজন হিন্দু পুরোহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠে হরদীপ সিং নিজ্জরের বিরুদ্ধে।

ঘটনার তদন্ত শুরু করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। পুরোহিত হত্যার ষড়যন্ত্রের জন্য নিজ্জরের মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। এই ঘটনার পরই বেপাত্তা হয়ে যান অপর এক খালিস্তানি নেতা। তিনি গুরপাতওয়ান্ত সিং পান্নু। শিখস ফর জাস্টিস বা এসএফজে নামের একটি সংগঠনের প্রধান হলেন এই গুরপাতওয়ান্ত সিং পান্নু। জানা যাচ্ছে, নিজ্জরের হত্যার পরই প্রাণ সংশয়ে ভুগছিলেন পান্নু৷

Avatar
Sudipto

সম্পর্কিত খবর