গুজরাটের ব্রিজ দুর্ঘটনায় বাঙালি ছেলের মৃত্যুকে ঘিরে শোক প্রকাশ

বাংলাহান্ট ডেস্ক : রবিবার, ৩০শে অক্টবর, গুজরাটের মোরবি গ্রামের মচ্ছু ব্রিজ দুর্ঘটনায় প্রাণ যায় বাংলার ১৮ বছরের তরুণ হাবিবুল শেখের। এই বিপর্যয়ের সময় তিনি সেই ব্রিজ ধরে বাড়ি ফিরে আসছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাড়ি ফেরে তাঁর মৃতদেহ।

গ্রামে তাঁর দেহ ফিরতেই কান্নার শোর শুরু হয়ে যায়। তাঁর বাড়িতে অর্থনৈতিক সমস্যা থাকার জন্যই তিনি মাধ্যমিক পাশ করে ১০ মাস আগে গুজরাটে কাকার কাছে চলে আসেন, সোনার কাজ শিখতে। এবং সোনার কাজে তিনি বেশ কিছু রোজগার পাতিও শুরু করেছিলেন। কিন্তু রবিবার মচ্ছু ব্রিজ ধরে বাড়ি ফেরার পথে তাঁর মৃত্যু হয়।

আজ মঙ্গলবার, ১লা নভেম্বর, ভোরবেলা তাঁর মৃতদেহ পূর্বস্থলীর কেশববাটী গ্রামে পৌঁছয়। সেইদিন গভীর রাতে রাজ্য মন্ত্রী স্বপন দেবনাথ তাঁর পরিবারের মানুষের সাথে দেখা করতে যান। পুত্রের মৃত্যুতে ভেঙে পড়েছে হাবিবুলের পরিবার।
স্বপন দেবনাথ এই ব্রিজ দুর্ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে বলেছেন যে, এতো মানুষের প্রাণ গেলো গুজরাটের মডেল স্বরূপ এই ব্রিজের জন্য। এই ব্রিজগুলি যেভাবে তৈরী করা দরকার ছিল, সেভাবে হয়তো করা হয়নি।jpg 20221031 115329 0000

পাশাপাশি তিনি আরোও বলেন, যাঁরা এই ব্রিজ দেখাশোনার দায়িত্বে ছিল তাঁরা হয়তো ঠিক ভাবে তাঁদের দায়িত্ব পালন করেননি। আর যাঁরা এই ব্রিজ তৈরী করেছিলেন, তাঁরাও ঠিক ভাবে তৈরী করেননি আর তাঁদের ব্রিজ তৈরীর কোনো অভিজ্ঞতাই নেই বলে মনে হয়। আর এই কারণেই এতগুলো সাধারণ মানুষ প্রাণ হারালেন। এবং তাঁরা সকলে হাবিবুলের পরিবারের সঙ্গে আছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর