একটি ছবি দিয়েই হ্যাক হতে পারে ফোন, আপনার Whatsapp-এ অন নেই তো এই সেটিং ?

বাংলাহান্ট ডেস্ক: প্রতিনিয়ত নিত্যনতুন উপায়ে মানুষকে সাইবার অপরাধের শিকার বানায় হ্যাকাররা। এখন হোয়াটসঅ্যাপ অবধি হ্যাক করে নিচ্ছে তারা। স্রেফ একটি সেটিং খোলা থাকলেই হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে মানুষের ফোনে হানা দিচ্ছে সাইবার অপরাধীরা। তারপর হাতিয়ে নিচ্ছে সেই ব্যক্তির নানা রকম জরুরি ও ব্যক্তিগত তথ্য। 

সম্প্রতি জিআইএফ ছবি সম্পর্কিত একটি নতুন ধরনের প্রতারণার খবর সামনে এসেছে। হ্যাকাররা সাধারণত বিভিন্ন ধরনের লিঙ্কের সাহায্য নিয়ে মানুষকে তাদের জালে ফাঁসায়। তবে সে সবের বিরুদ্ধে মানুষ সচেতন হয়ে গিয়েছেন। তাই এখন আরও একটি নতুন উপায় বের করেছে তারা। এ বার জিআইএফ ছবির সাহায্যে ফোন হ্যাক করা হচ্ছে। যা খুবই ভয়াবহ।

WhatsApp hacking

হ্যাকাররা এই ছবি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করছে এবং হ্যাক করে নিচ্ছে অসংখ্য ব্যবহারীর ফোন। কী ভাবে এই কাজ করছে তারা? হোয়াটসঅ্যাপে এমন অনেক ফিচার রয়েছে যার ব্যাপারে অনেকেই ওয়াকিবহাল নন। হ্যাকাররা এই সব ফিচারেরই সুবিধা নিয়ে তাদের কাজ করছে। এই অ্যাপে এমন একটি সেটিং রয়েছে যা নিজের অজান্তেই অন করে রেখে দেন মানুষ। হ্যাকাররা এটিরই সুবিধা নিচ্ছে।

হ্যাকারদের নতুন এই পন্থাকে বলা হয় ‘জিআইএফ শেল’। গত বছর অবধি এই ছবির মাধ্যমে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ হ্যাক করতে পারত সাইবার অপরাধীরা। অভিযোগ পেয়ে অ্যাপের তরফে সেই সমস্যা সারিয়ে ফেলা হয়। কিন্তু তবুও কাটেনি বিপদ। এখন মানুষের অজ্ঞতার কারণে তাঁরা পা দিচ্ছেন হ্যাকারদের পাতা ফাঁদে।

WhatsApp hacking

হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয় ভাবে মিডিয়া ডাউনলোড করার একটি বিকল্প রয়েছে। অধিকাংশ মানুষের ফোনেই এটি অন থাকে। এর ফলে বিভিন্ন ছবি, ভিডিও, জিআইএফ বা অন্যান্য ফাইল নিজে থেকেই ব্যবহারকারীর ফোনে ডাউনলোড হয়ে যায়। এই পরিস্থিতির ফায়দাই তুলতে পারে হ্যাকাররা। তবে আপনি সহজেই এই সেটিংটি বন্ধ করে দিতে পারেন।

এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। এরপর সেখানে স্টোরেজ অ্যান্ড ডেটা বিকল্পে যেতে হবে। সেখানেই আপনাকে স্বয়ংক্রিয় ভাবে মিডিয়া ডাউনলোড করার বিকল্প দেখাবে। এই সেটিং টাই বন্ধ করে দিতে হবে আপনাকে। ফলে হোয়াটসঅ্যাপ থেকে আসা কোনও মিডিয়াই আপনার ফোনে নিজে থেকে ডাউনলোড হবে না। অচেনা নম্বর থেকে কোনও ছবি বা ভিডিও দেখলে আপনি তা ডাউনলোড নাও করতে পারেন। ফলে হ্যাকারদের থেকে নিজের ফোন সুরক্ষিত রাখতে পারবেন।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর