এতদিনের পরিশ্রমে জল ঢেলে দেওয়া হল! লকডাউনে মদের দোকান খোলা প্রসঙ্গে মন্তব্য হরভজন সিংয়ের।

দেশজুড়ে করোনা ভাইরাস যখন প্রাথমিক পর্যায়ে সেই সময় থেকেই দেশজুড়ে লকডাউন চলছে। প্রায় দেড় মাসের ওপর হয়ে গেল ভারতবর্ষ জুড়ে লকডাউন চলছে। এরই মধ্যে গত কয়েক সপ্তাহে ভারতবর্ষের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। সেই কারণে এই মুহূর্তে লকডাউন আরোও বাড়ানো ছাড়া কোন উপায় নেই ভারত সরকারের। তাই দ্বিতীয় দফার শেষে দেশজুড়ে শুরু হয়েছে তৃতীয় দফায় লকডাউন। তবে এরই মধ্যে ভারতবর্ষে খুলে গিয়েছে মদের দোকান।

স্বাস্থ্যবিধি মেনে দেশ জুড়ে মদের দোকান খোলার অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মদের দোকান খোলার প্রথম দিনেই দোকানে দোকানে উপচে পড়া ভিড় দেখা গেল। সামাজিক দূরত্বের কথা ভুলে গিয়ে সকলে কার্যত ঘেষাঘেষি করে মদ কিনলেন, আর দেশের মানুষের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণে বেজায় চটেছেন ভারতীয় বরিষ্ঠ স্পিনার হরভজন সিং।

IMG 20200505 175822

মদের দোকানে এরূপ আচরণের জন্য এইদিন হরভজন সিং লিখেছেন যে, লকডাউন মেনে দেশজুড়ে যে এতদিনে পরিশ্রম চলছিল সেই পরিশ্রমে কার্যত জল ঢেলে দেওয়া হল মদের দোকান খোলার অনুমতি দিয়ে। কোনরকম সামাজিক দূরত্বের নিয়ম না মেনে উপচে পড়া ভিড় দেখা গেল মদের দোকানে দোকানে। এটা দেশের মানুষের জন্য খুবই খারাপ হল। এর ফল খুবই খারাপ হতে চলেছে, আগামী দিনে আরও ভয়ঙ্কর দিন দেখার জন্য তৈরি থাকো ভারতবাসী।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর