কোহলি, অশ্বিনকে বাদ দিয়ে বিশ্বের সেরা পাঁচ টেস্ট ক্রিকেটার বাছলেন হরভজন! তালিকায় বড় চমক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অভিজ্ঞ স্পিনার হরভজন সিং (Harbhajan Singh) সম্প্রতি ক্রিকেট ধারাভাষ্যের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। হরভজন নিজের স্পষ্টবাদী স্বভাবের জন্য অতীতে অনেকবার সমালোচিত হয়েছেন। এবারও হরভজন এমন কিছু মন্তব্য করেছেন, যার কারণে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা করতে বাধ্য হচ্ছেন। আসলে, তিনি সাম্প্রতিক সময়ের সেরা ৫ টেস্ট ক্রিকেটারের কথা প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করে শিরোনামে এসেছেন।

ভারতের অভিজ্ঞ স্পিনার হরভজন সিং নিজের বিচারবুদ্ধি অনুযায়ী এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের সেরা ৫ খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন। যেখানে তিনি অস্ট্রেলিয়ার দুইজন, ভারতের দুইজন এবং ইংল্যান্ডের একজন ক্রিকেটারকে জায়গা দিয়েছেন। কিন্তু এরই মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে তিনি তার দেশের এই ফরম্যাটের দুই সফল ও অভিজ্ঞ ভারতীয় খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন এবং বিরাট কোহলিকে অন্তর্ভুক্ত করেননি।

এই তালিকায় প্রথমেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার ন‍্যাথান লিয়নকে জায়গা দিয়েছেন হরভজন। এর বাইরে অস্ট্রেলিয়া দলের আর এক তারকা স্টিভ স্মিথকেও সুযোগ দেওয়া হয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও এই তালিকায় স্থান পেয়েছেন। যারা নিয়মিত ক্রিকেট অনুসরণ করে থাকেন তারা জানবেন যে স্টোকস সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে অসাধারণ ইনিংস খেলেছেন।

হরভজনের এই তালিকায় ভারতের ২ জন ক্রিকেটার নিজেদের জায়গা নিশ্চিত করেছেন। এই দুই ক্রিকেটার হলেন তারকা উইকেটরক্ষক রিশভ পন্থ এবং তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দুজনেই গত কয়েক বছরে ভারতীয় দলকে ব্যক্তিগত দক্ষতা এবং বেশ কিছু টেস্ট জিতিয়েছেন। তার এই চয়ন নিয়ে সেই জন্য প্রশ্ন ওঠার কথা নয়।

তবে রিশভ পন্থ গত বছরের একদম শেষ দিকে গাড়ি দুর্ঘটনা শিকার হয়েছিলেন এবং সেই জন্য এখনো ভারতীয় দলের বাইরে রয়েছেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঠিকই কিন্তু কবে প্রত্যাবর্তন করতে পারবেন জাতীয় ক্রিকেটের সেই সম্পর্কে এখনো কোনো আন্দাজ পাওয়া যাচ্ছে না। রবীন্দ্র জাদেজাও গত বছরের শেষের দিকটা চোটের জন্য মাঠের বাইরে কাটিয়েছিলেন। কিন্তু ভারতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকে তিনি অসাধারণ ছন্দে রয়েছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর